শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০২:৩৬:১৪

রোগীদের জন্য হাসপাতাল, গাড়ির তেল ফ্রি, গরিবদের খাদ্য দেবে রিলায়েন্স

রোগীদের জন্য হাসপাতাল, গাড়ির তেল ফ্রি, গরিবদের খাদ্য দেবে রিলায়েন্স

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে যেভাবে করোনা মহামা'রীর আকার ধারণ করছে তারই প্রেক্ষিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বেশ কিছু ঘোষণা করেছে সোমবার। যার মধ্যে রয়েছে প্রতিদিন এক লক্ষ মাস্ক উৎপাদন করা, বিনামূল্যে তেল দেওয়া হবে জরুরি কালীন করোনা রোগী বহনকারী গাড়িকে এবং বিভিন্ন শহরে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে তাদের জন্য যারা এই মহামা'রিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।

এছাড়া দেশের প্রথম করোনা আ'ক্রা'ন্তদের জন্য হাসপাতাল তৈরিতে উদ্যোগী হয়েছে এই সংস্থা। ওই বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সিএসআর কাজের জন্য যে হাসপাতালটি চালানো হয় মুম্বাইতে সেটিকে ১০০টি শয্যাবিশিষ্ট বিশিষ্ট হাসপাতাল করা হচ্ছে যেখানে করোনা পজেটিভ রোগীদের রাখা যাবে।

তাছাড়া এই কম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এই সং'কটের সময় কাজ বন্ধ থাকলেও অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হবে।

রিলায়েন্স এর পক্ষ থেকে বিনামূল্যে তেল দেওয়া হবে সেইসব জরুরি পরিষেবাকা্রী গাড়িগুলিকে ‌ যেগুলো করোনা রোগীদের আনা নেওয়া করবে। অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শহরে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে