শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০৯:২৪:২৭

করোনায় মহিলাদের মৃত্যুর হার এতো কম কেন? অবশেষে রহস্য উম্মোচন

করোনায় মহিলাদের মৃত্যুর হার এতো কম কেন? অবশেষে রহস্য উম্মোচন

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘা'তী করোনা ভাইরাস ছড়িয়েছে বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে। এটা এমন এক শক্তিশালী অণুজীব যেটা রাষ্ট্রের কাঁ'টাতার, জাতীয়তা কিছুই মানছে না। সুনামির গতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। তবে সং'ক্র'মণের ক্ষেত্রে আশ্চর্য একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। এই ভাইরাস মেয়েদের খুব বেশি আ'ক্র'মণ করছে না। 

দেখা যাচ্ছে করোনার শি'কার আধিকাংশ মধ্যবয়স্ক ও বয়স্ক পুরুষরা। ইতালিতে করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭১ শতাংশই পুরুষ। কিন্তু করোনা কেন মেয়েদের তুলনামূলক কম আ'ক্রমণ করছে? মহিলাদের ক্ষেত্রে কি প্রতিরো'ধ ক্ষ'মতা বেশি? না-কি অন্যকিছু। এতদিন এটা নিয়ে ধোঁ'য়াশা থাকলেও এবার সেই রহ'স্য উম্মো'চন করতে স'ক্ষম হয়েছেন একদল মার্কিন বিজ্ঞানী। গত সপ্তাহেই চীনের সরকারি সংস্থা করোনা ভাইরাসের সাম্প্রতিকতম ঘটনার বৃহত্তম বিশ্লেষণ প্রকাশ করেছে।

সেখানে মহিলা এবং পুরুষ, উভয়ের মধ্যে এর সং'ক্র'মণ প্রায় সমান হলেও, গবেষকরা দেখেছেন পুরুষদের মধ্যে মৃ'ত্যুহার (২.৮ শতাংশ) মহিলাদের মৃ'ত্যুহারের (১.৭ শতাংশ) চেয়ে বেশি। গ্লোবাল হেলথ সর্বাধিক সংখ্যক কোভিড-১৯ সং'ক্র'মণ ঘটেছে এমন ২৫টি দেশ থেকে তথ্য নিয়ে একটি গবেষণা চালিয়েছে। সেখানেই রহস্য উম্মো'চন হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

দীর্ঘস্থায়ী অসুখ : কোভিড -১৯ আ'ক্রা'ন্ত হলে রোগীর মৃত্যু তখনই হয় যখন আগে থেকেই তিনি অন্য কোন রোগে ভু'গতে থাকেন। মৃত্যু হওয়া অনেকের ক্ষেত্রে দেখা গেছে তারা আগে থেকেই হৃ'দরোগ, স্ট্রোক, ফুসফুস রোগ এবং উচ্চ রক্তচাপের মতো অ'ন্তর্নি'হিত স্বাস্থ্য সমস্যায় ভু'গছিলেন। মহিলাদের ক্ষেত্রে এ ধরণের দীর্ষস্থায়ী রোগ তুলনামূলক কম হয়। আর সে কারণে করোনাও সুবিধা করতে পারে না।

লাইফ স্টাইল : স্মোকিং এবং অ্যালকোহল পান করেন এমন ব্যক্তিদের জন্য মা'রাত্মক ঝুঁ'কি তৈরি করে করোনা ভাইরাস। বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ধূমপান এবং অ্যালকোহল সেবনের মাত্রা মহিলাদের তুলনায় অনেক বেশি। এই অভ্যাসগুলির কারণে অন্তর্নি'হিত স্বাস্থ্য সম'স্যাগুলির সৃষ্টি হয়। ফলে পুরুষদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর ঝুঁ'কি বেড়ে যায়।

ন্যাচারাল ইমিউনিটি : পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে, হেপাটাইটিস সি এবং এইচআইভি সহ বিভিন্ন সং'ক্রমণ প্রতিরো'ধের জন্য পুরুষদের সহজাত কম অ্যা'ন্টি ভাইরাল প্রতিরো'ধ ক্ষমতা রয়েছে। অন্য প্রাণীদের উপর চালানো গবেষণায়ও একই তথ্য উঠে এসেছে। ইস্ট্রোজেন প্রতিরো'ধক কোষগুলি থেকে অ্যা'ন্টিভাইরাল প্রতি'ক্রিয়া বাড়ানোর জন্য হরমোনগুলিও প্রধান ভূমিকা পালন করে বলে বিশ্বাস করা হয়। 

বিজ্ঞানীরা অনেকগুলি জিন আবিষ্কার করেছেন যেগুলোকে এক্স ক্রোমোসোম প্রতিরো'ধ এবং নিয়'ন্ত্রণ করে। পুরুষের দেহে একটি এক্স ক্রোমোসোম রয়েছে। নারীদের রয়েছে দুটি। ফলে প্রাকৃতিকভাবেই নারীদেহ বেশি রোগ প্রতিরো'ধ ক্ষমতা অর্জন করে। গবেষকরা দেখেছেন, পুরুষের তুলনায় নারীর রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা এ ক্ষেত্রে বেশি ভুমিকা রেখেছে। এই 'সহজাত' রোগ প্রতিরো'ধ ক্ষ'মতা পুরুষের তুলনায় নারীদের মধ্যে বেশি শ'ক্তিশালী হওয়ায় সং'ক্র'মিত নারীরা ভাইরাসের ক্ষ'তিকর প্রভাব কমিয়ে ফেলতে পারেন।

ইউসি ডেভিসের ফুসফুসবিষয়ক গবেষক কেন্ট ই পিঙ্কারটন বলেন, ''নারীদের রোগ প্রতিরো'ধ ক্ষ'মতা পুরুষদের তুলনায় ভালো কাজ করছে জেনে আমি মোটেই অবাক হইনি। বহু বছর ধরে ইমিউনোলজিস্টরা কেবল পুরুষদের নিয়ে গবেষণা করছিলেন। কারণ, নারীর হরমোনের ভিন্নতা তাদের গবেষণার ফলাফলকে জ'টিল করে তুলছিল।'' উল্লেখ্য, করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন মানুষ আক্রা'ন্ত হয়েছে। এদের মাঝে মৃ'ত্যু হয়েছে ২৪ হাজার ১৪৫ জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৪ হাজার ৫৬৪ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে