শনিবার, ২৮ মার্চ, ২০২০, ০৯:১৫:৫৩

করোনায় মৃ'ত্যু ২৭ হাজার তিনশ ৫২ জনের, ভ্যাকসিন পেতে লাগবে এক-দেড় বছর

করোনায় মৃ'ত্যু ২৭ হাজার তিনশ ৫২ জনের, ভ্যাকসিন পেতে লাগবে এক-দেড় বছর

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার সাতশ ২৩ জনে। তার মধ্যে ২৭ হাজার তিনশ ৫২ জনের মৃ'ত্যু হয়েছে। অবশ্য আ'ক্রা'ন্তের পর সুস্থ হয়েছেন এক লাখ ৩৩ হাজার তিনশ ৫৫ জন।

করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হিসেবে শনাক্ত হয়ে চিকিৎসাধীন থাকা বিশ্বব্যাপী ২৩ হাজার তিনশ ২৩ জনের অবস্থা গুরুতর। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভ্যাকসিন আসতে এখনো ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেডরস আডহানম চিকিৎসকদের অনুরোধ জানান, অন্যান্য উপসর্গ দেখে যেন চিকিৎসা দিয়ে মানুষের জীবন বাঁচানো হয়। বিশ্বব্যাপী বিশাল সখ্যক মানুষের মৃ'ত্যুকে মর্মান্তিক সংখ্যা হিসেবেও উল্লেখ করেছেন ডাব্লিউএইচও'র প্রধান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে