শনিবার, ২৮ মার্চ, ২০২০, ০৯:৪২:৫৭

করোনায় পাল্টে দিয়েছে পৃথিবীকে, ধর্মপ্রাণ হয়েছে মানুষ

 করোনায় পাল্টে দিয়েছে পৃথিবীকে, ধর্মপ্রাণ হয়েছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ১৭ হাজার মানুষের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জন ছাড়িয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে ৫ জনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রান্ত হয়েছে ৪৮ জন।

এমতাবস্তায় করোনায় পাল্টে দিয়েছে পৃথিবীকে, ধর্মপ্রাণ হয়েছে মানুষ। নিউইয়র্ক টাইমস একটি ছবিটি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে ই’হুদি আব্রাহাম মিথজ (৪৩) তীর্থ স্থান জেরুজালেমের দিকে ফিরে প্রার্থনা করছেন। তার কাছেই মক্কার দিকে তাকিয়ে নামাজরত অবস্থায় আরব মুসলিম জোহের আবু জামা (৩৯)। প্রার্থনারত এ দুজন ই’সরায়েলের চিকিৎসা, দু’র্যোগ ব্যবস্থাপনা ও রক্তদান সেবা কাজে নিয়োজিত একমাত্র জাতীয় মেডিকেল ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগান ডেভিড এডাম-এর কর্মী। তারা করোনা ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করছেন।

আব্রাহাম ও জামার এক সহকর্মী দূর থেকে ছবিটি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যদিও এ দুজন কর্মী বলেছেন, এমন প্রার্থনা তাদের নতুন কিছু নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে