রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০৯:০০:৩৯

করোনায় মৃ'তের সংখ্যা ৪, সৌদি আরব অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

করোনায় মৃ'তের সংখ্যা ৪, সৌদি আরব অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না ঘটায় সৌদি সরকার রোববার থেকে দেশজুড়ে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে।

এছাড়া আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে গণপরিবহনের আওতায় বাস, ট্রেন ,ভাড়ায় চালিত ট্যাক্সি, চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর মাধ্যমে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

গত ১৬ মার্চ সরকারি-বেসরকারি অফিস আদালত পরবর্তী ১৬ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সৌদি সরকার। এছাড়া ১৪ দিনের আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিলো। ইতোপূর্বে জারিকৃত কারফিউ আগামী ১২ এপ্রিল পর্যন্ত বলবৎ রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরো ৯৯ জন নতুন করে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আ'ক্রা'ন্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে সৌদি আরবে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়ালো ১২০৩ জন। মৃ'ত্যুবরণ করেছেন আরও একজন। এ নিয়ে মৃ'তের সংখ্যা দাঁড়ালো ৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে