রবিবার, ২৯ মার্চ, ২০২০, ০১:১২:২১

করোনা ভাইরাসের মধ্যেই সৌদিতে ভ'য়াবহ ক্ষেপণা'স্ত্র হা'মলা

 করোনা ভাইরাসের মধ্যেই সৌদিতে ভ'য়াবহ ক্ষেপণা'স্ত্র হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে ক্ষে'পণা'স্ত্র হা'মলার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার এসব হা'মলা চালানো হয়। আবর নিউজে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াদের দাবি, তারা এসব হা'মলা প্রতিহত করতে সমর্থ হয়েছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হা'মলার দায় স্বীকার করেনি। রিয়াদের পক্ষ থেকেও কাউকে দায়ী করা হয়নি। তবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে ইয়েমেনে যু'দ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দেয়া হয়েছে।

এ থেকে প্রতীয়মান হয়, ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বি'দ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে। ইতোপূর্বেও দফায় দফায় দেশটিতে হাম'লা চালিয়েছিল হুথি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। বি'স্ফোরণের পর উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় জরুরি সাইরেন দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে