আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রকো'পে থরথর করে কাঁ'পছে গোটা বিশ্ব। করোনা মো'কাবিলায় দিন-রাত এক করে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু বি'পদের ঝুঁ'কিও সবচেয়ে বেশি রয়ে যাচ্ছে তাদেরই। সরাসরি করোনার সং'স্পর্শ আসেন, এমন ব্যক্তিরা নিজেকে কী ভাবে সুর'ক্ষিত রাখবেন, তারই গাইডলাইল প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা রোগীর আশপাশে আসতে হলে বা তার সেবা করতে বলে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই কী কী ব্যবহার করতে হবে, তারই একটি তালিকা:
আইসোলেশন রুম : স্বাস্থ্যকর্মীরা পরবেন মেডিক্যাল মাস্ক, গাউন, গ্লাভস এবং চোখ আড়াল করতে বিশেষ চশমা। সাফাইকর্মীরা পরবেন মেডিক্যাল মাস্ক, গাউন, হেভি ডিউটি গ্লাভস এবং চশমা। রোগীকে দেখতে কেউ আসলে তাকে পরতে হবে মেডিক্যাল মাস্ক, গাউন এবং গ্লাভস। রোগীকে যেখান থেকে এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে কারোর জন্যই কোনও পিপিইর প্রয়োজন নেই।
ওপিডি : যে স্বাস্থ্যকর্মীরা রোগীকে সরাসরি স্পর্শ করে পরীক্ষা করবেন তাদের মেডিক্যাল মাস্ক, গাউন, গ্লাভস ও চশমা পরতে হবে। শ্বা'সক'ষ্ট নেই এমন রোগীর পরীক্ষার জন্য প্রয়োজন বুঝে পিপিই ব্যবহার করতে হবে। ওপিডি'র সাফাইকর্মীরা অবশ্যই মেডিক্যাল মাস্ক, গাউন, হেভি ডিউটি গ্লাভস, চশমা ও বুট পরবেন। পরীক্ষাগারের কর্মীদের মেডিক্যাল মাস্ক, গাউন, গ্লাভস ও চশমা পরতে হবে।
হোম কোয়ারানটিন : হোম কোয়ারানটিনে যারা আছেন, তারা এক মিটারের দূরত্ব বজায় রাখবেন। ঘুমনোর সময় ছাড়া খুব বেশি কষ্ট না হলে মাস্ক পরে থাকুন। যারা তার দেখাশোনা করছেন, তাদের মেডিক্যাল মাস্ক, গ্লাভস ও অ্যাপ্রন পরতে হবে। স্বাস্থ্যকর্মীরা পরবেন মেডিক্যাল মাস্ক, গাউন, গ্লাভস এবং চোখ আড়াল করতে বিশেষ চশমা।