শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ০৯:৪৭:৪৫

'মৃত্যুর হার অন্ততপক্ষে ৫০ শতাংশ কমিয়ে ফেলেছি কেবল লকডাউনের কারণেই'

'মৃত্যুর হার অন্ততপক্ষে ৫০ শতাংশ কমিয়ে ফেলেছি কেবল লকডাউনের কারণেই'

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনাভাইরাস মো'কাবেলায় ভারতজু'ড়ে চ'লছে লকডাউন। সে লকডাউন তু'লে নিতে হবে। ধীরে ধীরে লকডাউনের কারণে তৈরি হওয়া সীমাব'দ্ধতাও শিথিল করতে হবে বলে জানালেন দেশটির চিকিৎসক দেবি শেট্টি।  

বৃহস্পতিবার বেনেট বিশ্ববিদ্যালয়/টাইমস স্কুল অফ মিডিয়া আয়োজিত ‘গ্লোবাল অনলাইন কনফারেন্স অন কোভিড-১৯: ফলআউট অ্যান্ড ফিউচার’ শীর্ষক আলোচনা সভায় এমন ম'ন্তব্যই করলেন দেবী শেট্টি।
করোনার প্রকো'প ক'মাতে একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশে লকডাউন জ'রুরি ছিল। এমন অবস্থায় দেশের অর্থনীতিতেও এর প্র'ভাব পড়বে। মূলত সেই দিকটাকেই লক্ষ্য করে এবার লকডাউন তু'লে নিতে হবে বলে দা'বি করলেন ভারতের নারায়না হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার দেবী শেট্টি।পাশাপাশিই তিনি আরও বলেন, লকডাউনের কারণে দেশে যেসব সীমাব'দ্ধতাও তৈরি হয়েছে, সেগুলোও শি'থিল করতে হবে ধীরে ধীরে।

তিনি বলেন, আমরা বলতেই পারি যে মৃত্যুর হার অন্ততপক্ষে ৫০ শতাংশ কমিয়ে ফেলেছি কেবল এই লকডাউনের কারণেই। কারণ অনেক তাড়াতাড়িই ভারত লকডাউনের সিদ্ধা'ন্ত নিয়েছে। দুনিয়ার অনেক দেশ এরকম প্রাথমিক পর্যায়েই লকডাউনের সিদ্ধা'ন্ত নিতে পারেনি। আমাদের উচিত ধারাবাহিক সিদ্ধান্তের মাধ্যমে লকডাউন প্র'ত্যাহার করা। এবং বর্তমান পরিস্থিতি থেকে সুরা'হা পেতে ত'থাকথি'ত নীতি প্রণয়নের রাস্তায় না হাঁটা। হ'টস্প'ট ব্যতিরেকে কোনো স্বাস্থ্যভিত্তিক কারণে লকডাউন জা'রি রাখার আর কোনো মানে হয় না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে