শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ০৮:৩১:১২

ভ্যাকসিন নয়, সম্পূর্ণ ভিন্ন মাত্রার করোনার ওষুধ বানাচ্ছে ভারত!

ভ্যাকসিন নয়, সম্পূর্ণ ভিন্ন মাত্রার করোনার ওষুধ বানাচ্ছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে যখন বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন বানানোর প্রস্তুতি চলছে, এর মধ্যেই গুরুত্বপূর্ণ এক ওষুধ আবিষ্কারে মন দিয়েছেন ভারতের বিজ্ঞানীরা। ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে চলছে এক বিশেষ গবেষণা। 

চলছে এক 'ইমিউনো মডিউলেটর' বানানোর কাজ, যা নাকি শরীরের রোগ প্রতিরো'ধ ক্ষ'মতা বাড়িয়ে দিতে পারে এবং সং'ক্র'মণ প্রতিহ'ত হবে। এর দ্বারা আ'ক্রা'ন্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গবেষকরা জানাচ্ছেন, এই ওষুধ খেলে আ'ক্রা'ন্ত ব্যক্তির সং'স্প'র্শে এলেও সং'ক্র'মিত হওয়ার প্র'ব'ণতা অনেকটাই কম থাকবে। ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ কাজে লাগতে পারে এই ওষুধ।

এছাড়া যারা করোনা আক্রা'ন্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তা'রাও সেরে উঠবেন দ্রুত। তবে তার আগে ট্রায়াল চালাবেন ভারতীয় গবেষকরা। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যেই ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া ওই ওষুধের ট্রায়ালে অনুমোদন দিয়েছে।

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রণালয়েল পক্ষ থেকে আরও বলা হয়েছে, গোটা বিশ্বে যখন অ্যান্টিভাইরাল এজেন্ট এবং ভ্যাকসিন তৈরির প্র'ক্রি'য়া চলছে তখন মানুষের শরীরের স্বাভাবিক প্রতিরো'ধ ক্ষ'ম'তা তৈরি করা খুবই জরুরি। এই প্রচেষ্টা সফল হলে কোন‌ও ব্যক্তি অন্য কোনও আ'ক্রা'ন্ত ব্যক্তির সং'স্প'র্শে এলেও সং'ক্র'মিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।

আরও জানানো হয়েছে, ওই ওষুধে থাকবে মাইক্রো ব্যাকটেরিয়াম যা নাকি মানুষের শরীরের জন্য খুবই নি'রাপ'দ এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। জানা গেছে, এই ট্রায়ালের ফলাফল জানা যাবে কয়েক মাস পরই। আর তারপরই ওষুধ ব্যবহার করা যাবে কি না সে ব্যাপারে নি'শ্চিত করা হবে।

এদিকে, মানুষের উপর প্রথম প্রতিষে'ধকের পরীক্ষা শুরু হল ইউরোপে। অক্সফোর্ডে প্রথম এই পরীক্ষা হয়েছে। এই পরীক্ষা চালানোর জন্য ৮০০ জনকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দু'জনের শরীরে প্রতিষে'ধক ঢুকানো হয়েছে। এই ৮০০ জনের মধ্যে অর্ধেককে দেওয়া হবে করোনা ভাইরাসের প্রতিষে'ধক ও বাকিদের দেওয়া হবে কন্ট্রোল ভ্যাকসিন, যা তাদেরকে মেনিনজাইটিস থেকে র'ক্ষা করবে, করোনা ভাইরাস থেকে নয়। সূত্র : কলকাতা ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে