শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ০৭:৪৯:১৭

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মা'রা গেছেন : হংকং টিভির রিপোর্ট

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মা'রা গেছেন : হংকং টিভির রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মা'রা গেছেন বলে দাবি করেছে রাষ্ট্র সমর্থিত হংকং টিভি। চ্যানেলটির উপপরিচালক এ খবর নি'শ্চিত করেছেন। যদিও বিষয়টি নিয়ে উত্তর কোরিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। প্রভা'বশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও নিরপেক্ষ কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

এইচকেএসটিভি হংকং স্যাটেলাইট টেলিভিশনের একজন উপপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে তার এক কোটি ৫০ লাখ অনুসারীকে জানিয়েছেন 'নিরেট উৎস' থেকে তিনি এ বিষয়ে নি'শ্চিত হয়েছেন। গু'জব রয়েছে কিম জং উনের করোনা ভাইরাসে মৃ'ত্যু হয়েছে। কেউ বলছেন, অন্য অসুস্থতায় মা'রা গেছেন। তবে কোন ধরনের অ'সু'স্থতায় কিমের মৃ'ত্যু হয়েছে তা তিনি নি'শ্চিত করেননি।

টেলিভিশন চ্যানেলটির ওই উপপরিচালক চীনের পররাষ্ট্রমন্ত্রীর একজন ভাতিজি। তবে কিম জং উন করোনা ভাইরাসে সং'ক্র'মিত এবং এ জন্য তাকে চিকিৎসা দিতে চীন মেডিকেল টিম পাঠিয়েছে। ফলে কিম জং উনের মৃ'ত্যুর এ খবর নিরপে'ক্ষ অন্য কোনো মাধ্যম থেকে নি'শ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক দল পাঠিয়েছিল চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে নিউজ উইকের সাংবাদিকের কাছে পেন্টাগনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে সা'র্বক্ষ'ণিক তথ্য রাখছে যুক্তরাষ্ট্র। 

তবে কিম জং উনের রো'গাক্রা'ন্ত হওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে কোনো সঠিক তথ্য নেই। সরকারি ওই কর্মকর্তা আরো বলেছেন, কিম জং উন স্বল্প সময়ের মধ্যে তেমন কোথাও ভ্রমণে বের হননি। এমনকি উত্তর কোরিয়া সরকারের কিংবা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে কোনো র'দবদলও সম্প্রতি ঘটেনি।

তবে গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপ'স্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এদিকে গত সোমবার গু'জব ছড়িয়ে পড়ে- হার্টের জ'টিল অ'পারে'শনের পর কিম জং উনের অবস্থা গু'রু'তর। আর সেই দাবি করেছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে। সিএনএন এর এক প্রতিবেদনেও দাবি করা হয়, কিম গু'রু'তর অসুস্থ। তবে বিষয়টি গু'জব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সূত্র : হংকং টিভি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে