রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১২:৩৬:৩১

মাত্র ২ সপ্তাহেই ১ লাখ মৃত্যু, করোনায় ২ লাখ ছাড়াল মোট মৃত্যু

মাত্র ২ সপ্তাহেই ১ লাখ মৃত্যু, করোনায় ২ লাখ ছাড়াল মোট মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে ইউরোপের দেশ ইতালি এবং স্পেনে মৃত্যুর মিছিল কিছুটা কমলেও সারা বিশ্বে কিন্তু সেই মিছিল থেমে নেই। আগের মতই অব্যাহ'ত রয়েছে। কারণ, গত এক সপ্তাহেও প্রাণ গেল ৫০ হাজার মানুষের। শেষ দুই সপ্তাহে মোট ১ লাখ মানুষের প্রাণ কে'ড়েছে মহামা'রি এ ভাইরাসটি।

মহামা'রি করোনা ভাইরাসের প্রকো'প কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। কিন্তু প্রতিনিয়ত করোনায় আক্রা'ন্ত এবং এর সং'ক্র'মণে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ হিসাব বলছে, করোনায় আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। আ'ক্রা'ন্ত প্রায় ২৯ লাখ।

সবশেষ ১৮ এপ্রিল করোনায় মৃ'তের সংখ্যা দেড় লাখ ছাড়ায়। সেই হিসাবে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও ৫০ হাজার মানুষের। আক্রা'ন্ত ও মৃ'ত্যুর উভয় দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। চীনে উৎপত্তি হলেও ইউরোপে প্রাদু'র্ভাব শুরুর পর থেকেই মৃত্যু ও আক্রা'ন্ত দ্রুতই বাড়তে থাকে।

সব মিলিয়ে বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত মৃ'ত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ লাখ। মোট আক্রা'ন্তের সংখ্যাও ২৯ লাখ ছুঁই ছুঁই (২৯ লাখ ৯১ হাজার ৬৯ জন)। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯০৪ জন। চীনের উহান থেকে গত ডিসেম্বরের মাঝামাঝি প্রথম শনা'ক্ত হয় করোনা ভাইরাস। এরপর গত প্রায় চার মাসে করোনা ছড়িয়েছে পৃথিবীর ২১০টি দেশ এবং অঞ্চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে