আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মো'কাবেলায় জারি করা লকডাউনের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ২১ বিছি'ন্নতাবাদী নিহ'ত হয়েছেন। পিটিআইর বরাত দিয়ে ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর অনলাইন ভার্সনের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
দ্য হিন্দুর বরাত দিয়ে এই সময় জানায়, শনিবার ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে সেনা ও ''সন্ত্রা'সবাদীর'' মধ্যে গু'লির ল'ড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনাবাহিনীর গু'লিতে তিন ''সন্ত্রা'সবাদী'' নিহ'ত হয়।
এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই ''জ'ঙ্গিকে'' হ'ত্যা করে নিরা'পত্তা বাহিনী। নিহ'ত ''জ'ঙ্গিরা'' এক পুলিশ কর্মীকে অ'পহ'রণ করেছিল। এর আগে শুক্রবার পিটিআইর বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছিল, লকডাউনের মধ্যে কাশ্মীরে সেনা অভিযানে অন্তত ১৮ ''সন্ত্রা'সী'' নিহ'ত হয়।