আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো কানাডার দুই মসজিদ- মসজিদে মদিনা এবং মসজিদে আবু বকরে লাউডস্পিকারের মাধ্যমে মাগরিবের আজান প্রচার করা হয়েছে।
সূত্রের বরাতে ডেইলি জাংয়ের খবরে বলা হয়, স্থানীয় প্রশাসন পবিত্র রমজান মাস উপলক্ষে শুধু মাগরিবের আজান লাইডস্পিকারের মাধ্যমে প্রচারের অনুমতি দিয়েছে।
স্যোশাল মিডিয়ায় আজানের ভিডিও শেয়ার করছেন অনেকেই। তারা জানাচ্ছেন, আগমী ২৩ মে পর্যন্ত প্রতিদিন দুই মিনিট ধরে ওই দুই মসজিদে মাগরিবের আজান প্রচার করা হবে।