সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ১২:৩২:৪২

করোনা মো'কাবেলায় সবচেয়ে কার্যকরী 'বড় অস্ত্র'-এর সন্ধান দিলেন নরেন্দ্র মোদি

করোনা মো'কাবেলায় সবচেয়ে কার্যকরী 'বড় অস্ত্র'-এর সন্ধান দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আয়ুর্বেদ চিকিৎসার উপর আগেই নিজের অগা'ধ আস্থার কথা প্রকাশ করেছিলেন দেশির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষত করোনা আবহে মা'রণ রোগ মো'কাবিলায় আয়ুর্বেদ শা'স্ত্র যে বড়সড় দি'শা দেখাতে পারে, সে কথা তিনি বারবারই বলেছেন। যে কোনও বৈঠকে এই পদ্ধতি আরও ব্যা'পক হারে প্রয়োগের পরামর্শ দিয়েছেন মোদি। 

দেশে করোনা পরি'স্থিতি যখন প্রায় গোষ্ঠী সং'ক্র'মণ পর্যায়ের মুখে দাঁড়িয়ে, সেসময় 'মন কি বাত' অনুষ্ঠানেও সেই একই কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। আয়ুর্বেদ এবং যোগাভ্যাসের উপকারিতা নিয়ে বক্তব্য রাখলেন। রবিবার সকালে 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ''আয়ুর্বেদ এবং যোগচর্চাকে গোটা বিশ্ব খুব ভালভাবে গ্রহণ করেছে। করোনা ভাইরাসের মো'কাবিলায় আমরাও যদি এতে শামিল হই, তাহলে আমাদেরই লাভ।''

মোদি বলেন, ''এই বিষয়গুলি ভারতের প্রাচীনতম চর্চার মধ্যে পড়ে। কিন্তু আমরা নিজেদের এই শক্তি বুঝতে বড় দেরি করে ফেলেছি। এর মাঝে অন্যেরা এই পথ অনুসরণ করে নিজেদের প্রভূত উন্নতি করেছে। আমাদেরই দেশের বিষয়বস্তু আবার আমাদেরই শেখাচ্ছে। আসলে আমাদের আত্মবিশ্বাস কম। তাই বুঝতে এত দেরি হয়েছে। যুব প্রজন্মের প্রতি আমার বার্তা, আয়ুর্বেদ এবং যোগাভ্যাস নিয়ে আরও চর্চা করুন। বিশ্বকে দেখিয়ে দিন নিজেদের শক্তি।''

এই ঘটনার সূত্রপাত অবশ্য বহু আগে। করোনা মহামা'রির বি'ধ্ব'স্ত পরি'স্থিতিতে চীনের বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ৭০১ জন করোনা রোগীর উপর আয়ুর্বেদ ওষুধ প্রয়োগ করে। ১২টি ভেষজ দিয়ে তৈরি একটি পাঁচন খাওয়ানো হয়েছিল তাদের। তাতে দেখা গিয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তারা। এরপর দেশের প্রায় আট হাজার আয়ুর্বেদ চিকিৎসক এই পদ্ধতি প্রয়োগের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠান। 

ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মতামত নিয়ে প্রোটোকল তৈরির কথা বলেন। এরপর জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকেও আয়ুশ মন্ত্রনালয়ের পরামর্শ মেনে চলার কথা বলেন। এরপর আজকের ''মন কি বাত''-এ তিনি ফের একই পরামর্শ দিয়ে বোঝান, আয়ুর্বেদ চিকিৎসা এই মুহূর্তে করোনা মো'কাবিলায় কতটা আশা দেখাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে