সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ০৫:২৪:১৪

গত ছয়দিনেই করোনা আক্রা'ন্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানে

গত ছয়দিনেই করোনা আক্রা'ন্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের হাসপাতালগুলোর চিকিৎসকরা সত'র্ক করে দিয়ে বলেছেন, সে দেশের মসজিদগুলো থেকে করোনা ভাইরাস সং'ক্র'মণ হচ্ছে। এ কারণে পবিত্র এই রমযান মাসে বাড়িতে মুসল্লিদের নামাজ পড়ার অনুরোধ করেছেন তারা।

পাকিস্তান ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন (পিআইএমএ) এর প্রেসিডেন্ট ডা. ইফতিখার বার্নি বলেছেন, গত সপ্তাহে বেশি হারে সং'ক্র'মণের ঘটনা ঘটেছে। এক মাসে প্রায় ছয় হাজার আক্রা'ন্তের ঘটনা ঘটেছে। কিন্তু গত ছয়দিনেই আ'ক্রা'ন্তের সংখ্যা দ্বি'গু'ণ হয়ে গেছে। 

তিনি স'ত'র্ক করে দিয়ে বলেছেন, রমযান মাস উপলক্ষে মসজিদগুলো যদি খোলা থাকে এবং মানুষজন জামাতে নামাজ আদায় করতে থাকে, তাহলে মে ও জুন মাসে করোনা আক্রা'ন্তের সংখ্যা ব্যা'পক বেড়ে যাবে। এখনই সরকারি হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর চা'প সামাল দেওয়া ক'ষ্টকর হয়ে পড়েছে।

সে দেশে মসজিদ খোলা রাখার ব্যাপারে বিভিন্ন মহল থেকে চা'প রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মসজিদ খোলা থাকার ফলে করোনা ভাইরাসের সং'ক্র'মণ অনেক বেশি হা'রে হচ্ছে। সূত্র : বিজনেস টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে