সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ০৯:৩৬:৫৫

শরীরে করোনার উপসর্গ, হাসপাতালে ভর্তি নিতে বলে ভিডিওতে কাতর আর্জি পুলিশ কনস্টেবলের

শরীরে করোনার উপসর্গ, হাসপাতালে ভর্তি নিতে বলে ভিডিওতে কাতর আর্জি পুলিশ কনস্টেবলের

আন্তর্জাতিক ডেস্ক : শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। এখনই হাসপাতালে ভর্তি না নিলে অনেক দেরি হয়ে যাবে। হাসপাতালে গেলেও ভর্তি করতে অস্বীকার করা হয়। একটি ভিডিওতে এভাবেই নিজের সম'স্যা তুলে ধ'রেছেন ভারতের এক পুলিশ কনস্টেবল। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল। চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীর মতোও তারাও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। 

ভারত যাতে করোনা মুক্ত হতে পারে, তার জন্য প্রতিনিয়ত জনসাধারণকে সচেতন করে চলেছে। সমাজের সেই রক্ষকই এখন করোনার ভ'য়ে কাঁ'টা। অথচ সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলেই দাবি জানাচ্ছেন তিনি। করোনা প্রাণ কে'ড়েছে মুম্বাইয়ের দুই সিনিয়র পুলিশকর্মীর। তারপরের দিন রবিবারই প্রকাশ্যে এল ট্রাফিক কনস্টেবলের ভিডিওটি। যা নিয়ে ছড়ায় তী'ব্র চা'ঞ্চ'ল্য। ভিডিওতে নিজের অসহায়তার কথা ব্যক্ত করেন তিনি। 

৩৫ বছরের কনস্টেবল জানান, তাকে ভ'য়ে ভ'য়ে দিন কাটাতে হচ্ছে তাদের। ওয়াডালার একটি হটস্পটে তাকে ডিউটি দেওয়া হয়েছিল। তার অনুমান, সেখান থেকেই হয়তো সং'ক্র'মিত হয়েছেন। তবে তিনি আদৌ আ'ক্রা'ন্ত কি না, তা নি'শ্চিত হতে পারেননি। বলেন, ''বুধবার থেকে সর্দি-কাশি আছে। অসুস্থ বলে হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলাম, কিন্তু আমায় ভর্তি নেওয়া হচ্ছে না। কস্তুরবা হাসপাতাল যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করে দেওয়া হয়নি।'' 

এবিষয়ে মুম্বাই পুলিশের মুখপাত্র প্রণয় অশোক জানান, ''ওই কনস্টেবল অযথা বেশি আ'ত'ঙ্কিত হচ্ছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।'' শনিবার দুই পুলিশ কর্মী করোনায় আক্রা'ন্ত হয়ে প্রাণ হা'রানোয় দু'শ্চি'ন্তা বেড়েছে মুম্বাইয়ের অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে। অসুস্থ বোধ করাতেই তাই আ'ত'ঙ্কিত হয়ে পড়েন ওই কনস্টেবল। সেই কারণেই ভিডিও করে অনুরোধ জানাতে থাকেন তিনি। তার ভিডিওতে শেষমেশ কাজ হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে