মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ১২:২৪:২৬

নিরাপদ দূরত্বে থেকে আসামী আ'টক করে পুলিশ ভ্যানে তোলার অভিনব পন্থা!

নিরাপদ দূরত্বে থেকে আসামী আ'টক করে পুলিশ ভ্যানে তোলার অভিনব পন্থা!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ঠে'কাতে ভারতে চলছে লকডাউন। আর লকডাউন ল'ঙ্ঘ'নকারীদের জন্য অভিনব উপায় বের করেছে দেশটির চন্ডিগড় পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রাখতে বা'ধ্য করার জন্য সাঁ'ড়া'শি ব্যবহার করার অভিনব সিদ্ধান্ত নিলেন তারা। 

এই দিয়েই তারা অ'পরা'ধীদের শা'স্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা এটি ব্যবহার করেই লকডাউন ল'ঙ্ঘ'নকারীদের আ'টক করছেন এবং ভ্যানে তুলছেন। পাঁচ ফুট লম্বা এই সাঁড়াশিটি তৈরি হয়েছে মেটাল দিয়ে। একটা লম্বা দ'ণ্ডের মাথায় রয়েছে আঁকশি। দ'ণ্ডের হাতলের কাছে রয়েছে এটি খোলা এবং ব'ন্ধ করার নিয়ন্ত্রণ। কোনো ব্যক্তিকে ধ'রা হলে বন্ধ হয়ে যাই আঁকশিটি। 

আবার ছেড়ে দিলে মুক্ত হয়ে যায়। সামাজিক দূরত্ব বজায় রাখার এই অভিনব কৌশল এরই মধ্যে ভাই'রাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ দাঁড়িয়েছেন। তাদের মধ্যে একজনের হাতে রয়েছে ওই অভিনব যন্ত্রটি। তিনি একজনকে এই যন্ত্র দিয়ে ধরে ভ্যানে তুলছেন। 

কিছুদিন আগে তামিলনাড়ু পুলিশ এমনি এক অভিনব পন্থা নিয়েছিল এই অমান্যকারীদের জন্য। লকডাউন অমান্যকারীদের নকল করোনা রোগীর গাড়িতে তুলে ভয় দেখিয়েছিলেন তারা। এছাড়া রাস্তায় করোনা মাস্ক পরে অমান্যকারীদের ভ'য় দেখানোর পন্থাও কিছু জায়গায় অবলম্বন করতে দেখা গিয়েছিল। সূত্র: স্পুটনিক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে