মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ০৭:০৯:৩৪

করোনায় না ফেরার দেশে বাবা, জমজ সন্তানের জন্ম দিলেন আক্রা'ন্ত মা!

করোনায় না ফেরার দেশে বাবা, জমজ সন্তানের জন্ম দিলেন আক্রা'ন্ত মা!

আন্তর্জাতিক ডেস্ক : যমজ আসছে জেনে মহা খুশি ছিলেন মার্কিন দম্পতি এড্রু লাউবাচ ও জেনিফার লবাবাচ। তবে সন্তান জন্মের দিন এগিয়ে আসতেই করোনার হা'না। জেনিফারের যখন পানি ভা'ঙা শুরু হল তখন তিনি করোনা ভাইরাসের উপ'সর্গের সাথে লড়া'ই করছিলেন। তার স্বামী এন্ড্রুও করোনায় আক্রা'ন্ত। এই অবস্থাতেও তিনি স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটেছেন।

এন্ডু যখন স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান তখন তিনি গু'রুতর করোনার উপসর্গে ভু'গছেন। প্র'ব'ল কাশি, নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং কথাও বলতে পারছিলেন না। এমন অবস্থাতেও তিনি স্ত্রীকে যাত্রী সিটে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে নেন। স্ত্রীকে হাসপাতালে রেখে এসে পরীক্ষা করে দেখেন তিনি করোনা পজে'টিভ। ফলে তিনি আর হাসপাতালে যেতে পারেননি।

জেনিফার স্মরণ করে বলেন, ''হাসপাতাল থেকে আমি যখন তাকে বাড়ি ফেরত পাঠিয়েছিলাম তখন আমি ভী'ত ছিলাম যে আমি তাকে আর দেখতে পাব না। আমি ভ'য় পেয়েছিলাম যে সে ঘুমের মধ্যেই ম'রতে চলেছে। স্বামী গাড়ি থেকে নামার সময় তিনি বলেছিলেন, 'আমি তোমাকে ভালোবাসি।''

লাউবাচ দম্পতি হলেন মিশিগানের ৩৭ হাজার কভিড-১৯ রোগীদের মধ্যে অন্যতম। রাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় মা'রা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্থ যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৯ লাখ ৩৪ হাজার মানুষ আক্রা'ন্ত হয়েছে। এদের মধ্যে মৃ'ত্যু হয়েছে ৫৩ হাজারের বেশি মানুষের।

যদিও তাদের গল্পটি ভিন্ন, এন্ডু আন্ড্রে লাউবাচ একজন ৩৬ বছর বয়সী মার্কিন অ্যাটর্নি। ভাইরাসটি তার ফুসফুসে আ'ক্রা'ন্ত করলেও তিনি তার সন্তানদের জন্ম মূহুর্ত হাতছাড়া করতে চাননি। গত ৮ এপ্রিল তাদের যমজ পুত্র সন্তান মিচেল এবং মাকসিম জন্ম গ্রহণ করে। সে সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বাবা এন্ডু। পরে বাসায় ফিরে তিনি মা'রা যান। বাবা-মা করোনায় আক্রা'ন্ত হলেও শিশু দুটি একেবারেই সুস্থ, তাদের মাঝে কোন ভাইরাস নেই। সূত্র : স্টাফ ডটকম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে