মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ০৮:৪১:০৮

এবার করোনার চিকিৎসা হবে বাড়িতে : ঘোষণা মমতা ব্যানার্জীর

এবার করোনার চিকিৎসা হবে বাড়িতে : ঘোষণা মমতা ব্যানার্জীর

আন্তর্জাতিক ডেস্ক : করোনা হলেও বাড়িতে থেকেই করা যাবে চিকিৎসা। এমনটাই ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, যাদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার জায়গা রয়েছে তারা চাইলে হোম কোয়ারেন্টিন থেকেও চিকিৎসা করতে পারেন। লক্ষ লক্ষ লোককে তো কোয়ারেন্টিন করা যায় না। সরকারেরও লিমিট আছে।

মমতা বলেন, যাদের ঘরবাড়ি রয়েছে। আইসোলেশনে থাকার ব্যবস্থা রয়েছে। তার বাড়িতে কারও করোনা পজিটিভ হলে নিজের বাড়িতে থেকেই হোম কোয়ারেন্টিন করতে পারেন। এক্ষেত্রে সরকারকে আরেকটা 'বার্ডেন' নিয়ে তাকে তুলে আনতে হবে না। এতে মানুষের অসুবিধা হয়। লক্ষ লক্ষ লোককে তো কোয়ারেন্টিন করা যায় না। 

মমতার দাবি, ''মানুষ নিজের বাড়িতে থাকলে অনেক ভালো থাকে। একটা হসপিটালে গেলে বরং অনেক রকম রোগী আসে, মানে অনেক রকম সম'স্যা থাকে। কিন্তু ঘরটা কিন্তু নিজের মতো করে করা যায়। যদি কেউ মনে করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও সুন্দর করে রাখব শুধু নিজের জন্য। আমি কারোর সথে মিশবো না। আমি আমার মতো থাকবো। তাহলে মনে রাখবেন হোম কোয়ারেন্টিন সব থেকে মডেল কোয়ারেন্টিন। সারা পৃথিবীতে অনেক জায়গায় এটা কিন্তু চালু হয়ে গিয়েছে।''

মমতার ঘোষণা, ইভেন যারা পজিটিভ কেস, সিম্পটমস নেই, তারা কিন্তু বাড়িতেই থাকছে। মনে করুন যাদের কারও বাড়ি আছে। তারা যদি মনে করেন বাড়িতে থাকবেন, থেকে টিটমেন্ট করবেন, কোনও অসুবিধা নেই। তাদের ফোনে চিকিৎসকের পরামর্শ দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে