মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ০৮:৫২:১৪

আমেরিকার পর এবার চীন-ইরানের চেয়ে বেশি করোনা আক্রা'ন্ত রাশিয়ায়

আমেরিকার পর এবার চীন-ইরানের চেয়ে বেশি করোনা আক্রা'ন্ত রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস সং'ক্র'মণের ঘটনায় চীন ও ইরানকে ছাড়িয়ে গেছে রাশিয়ায়। দেশটিতে ৯৩ হাজার পাঁচশ ৫৮ জন করোনায় আক্রা'ন্ত হয়েছেন। আর মা'রা গেছেন আটশ ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রা'ন্ত হয়েছেন ছয় হাজার চারশ ১১ জন। সবচেয়ে বেশি আক্রা'ন্ত হয়েছে রাজধানী মস্কোতে।

রাশিয়াতে করোনা ভাইরাসে আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আক্রা'ন্তের দিক থেকে চীন ও ইরানকে ছাড়িয়ে গেছে দেশটি। ইরানে আক্রা'ন্ত হয়েছে ৯২ হাজার পাঁচশ ৮৪ এবং চীনে ৮৩ হাজার নয়শ ৩৮ জন। অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনা ভাইরাসে মা'রা গেছেন।

সরকারবিরো'ধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুর'ক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বী'কার করেছে। সুর'ক্ষামূলক সরঞ্জামের অভাবের বিষয়টি ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর সময় পাঁচতলার উপর থেকে জানালা দিয়ে পড়ে গেছেন এক নারী ডাক্তার! তবে তিনি পড়ে গেছেন নাকি নিজেই ইচ্ছা করে লাফ দিয়েছেন সেই ব্যাপারে নি'শ্চি'ত হওয়া যায়নি। ডা. ইলিনা নেপম্ন্যাশচায়া তার হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিত্সার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে