আন্তর্জাতিক ডেস্ক : করোনায় কাঁ'পছে সারা বিশ্বে। এর মধ্যে আবার বড় আত'ঙ্কের খবর শোনালেন চীনা গবেষকরা। তাদের দাবি করোনা ভাইরাসকে নি'র্মূ'ল করা সম্ভব নয়। এই ভাইরাস হয়তো নিজের কার্যক্ষমতা হা'রাতে পারে বা প্রকো'প কমতে পারে। কিন্তু নি'র্মূ'ল হবে না। বরং প্রায়ই ফ্লুয়ের মতো রোগ হিসেবে ফিরে আসবে। কখনও কখনও যা ভ'য়াব'হ আকার নেবে।
সার্স ভাইরাসের মতো করোনা ভাইরাসও বহু বছর ধরে সম'স্যা তৈরি করবে বলেই মনে করছেন চীনের গবেষকরা। তারা বলছেন, জ্বর, নানা ধরনের ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে হা'না দিতে পারে করোনা। অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার (যাদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পায় না) ধরে ছড়াবে সং'ক্র'মণ। ঠিক এইভাবেই সার্স ১৭ বছর আগে আত'ঙ্ক তৈরি করেছিল। এই ভাইরাসগুরোর উ'পস'র্গ বোঝা মুশকিল।
বেইজিংয়ে এক ভিডিও কনফারেন্সে চীনা গবেষকরা বলেন, সার্সও এভাবে এক মানুষ থেকে আরেক মানুষের শরীরে ছড়ায়। উল্লেখ্য, করোনা সং'ক্র'মণের পরি'স্থিতি নি'য়'ন্ত্রণে এলেও, এখনও চীন অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ারদের চি'হ্নি'ত করার কাজ চালাচ্ছে, যাতে নতুন করে সং'ক্র'মণ না ছড়ায়।
চীনের নামকরা মেডিক্যাল সংস্থা ইনস্টিটিউট অব প্যাথোজেন বায়োলজির প্রধান জিন কি বলছেন, মানুষের শরীরে দীর্ঘদিন থাকতে পারে করোনা ভাইরাস। যেটা ভ'য়ের। কারণ করোনাকে নি'র্মূ'ল করা এখনো সম্ভব হয়নি। সেই চেষ্টা চলছে। তবে দীর্ঘদিন সামাজিক দূরত্ব ও লকডাউন চালালে করোনার সং'ক্র'মণ শেষ হতে পারে। সূত্র: ব্লুমবার্গ