আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে খুলে দেয়া হবে মুসলিম বিশ্বের নাবিক খ্যাত ও ইসলাম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় স্থান মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে অবস্থিত পবিত্র মক্কা মসজিদুল হারাম ঘিরে বায়তুল্লাহ কা’বাঘর ও মদিনা মানোয়ার ঘিরে মসজিদে নববী।
গত ২৮ শে এপ্রিল মঙ্গলবার শেষ রাতে সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানান যে, খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বিশ্ব মুসলিম বাসীর জন্য সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মক্কা মসজিদুল হারাম এর ওমরাহ এবং মদিনা মসজিদে নববীর জিয়ারত।
সৌদি কিং সালমান বিন আব্দুল আজিজ বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামা'রী খু্ব দূর্ত সময়ের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।
মক্কা-মদিনা হেরামের প্রেসিডেন্ট ও মসজিদুল হেরামের প্রধান ইমাম ও খতিব শায়েখ আবদুর রহমান আল সুইদাস বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মক্কা মসজিদ আল হারাম এবং মদিনা মসজিদ আল নববি শীঘ্রই মুসলিম উম্মাহর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।