বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ১১:০৫:৩৭

করোনায় নাকি দারুণ কাজ করছে এই শুঁটকি!

করোনায় নাকি দারুণ কাজ করছে এই শুঁটকি!

আন্তর্জাতিক ডেস্ক: শুঁটকি মাছেই কমছে কভিড-১৯ করোনাভাইরাস সং'ক্রমণের ঝুঁ'কি। অন্তত এমনটাই মনে করছেন উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই কথায় সহমত পোষণ করেছেন চিকিৎসকরদের একাংশও। করোনা মহামা'রীর মধ্যেও এখনও কিছুটা স্ব'স্তিতে রয়েছেন উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যের মানুষ। যার মধ্যে ৫ রাজ্য সম্পূর্ণ করোনা মু'ক্ত। বাকি ৩ রাজ্যের পরিস্থিতিও আয়'ত্বে। 

উল্লেখ্য, ম্যালেরিয়া প্র'বণ এই অঞ্চলের মানুষের রোগ প্রতিরো'ধ ক্ষমতা বেশি। কা'র্যত তাদের খাদ্যাভ্যাসই এই অন্যতম কারণ। পুঁটি মাছকে প্রক্রিয়াজাত করে সিঁদল বানিয়ে তারপর পুড়িয়ে খাওয়া এই অঞ্চলে বহুদিনের চল। সবজির সঙ্গে এই পো'ড়া পুঁটি মাছ দিয়েই রান্না হয় গোদক। খুব ঝাল এই গোদকই ম্যালেরিয়ার য'ম, বলছেন স্থানীয়রা।

জ্বর বা সর্দিকাশি হলে গোদকের চাহিদা বাড়ে উপজাতি মহল্লায়। পাহাড়িদের পাশাপাশি সমতলবাসীরও প্রিয় এই গোদক। কোভিড-১৯ সং'ক্রমণ প্রতিরো'ধেও নাকি দারুণ কাজ করছে এই গোদক। অন্তত এমনটাই ধারণা স্থানীয়রা। আর এটাকে নিছক ভ্র'ম বলেও উ'ড়িয়ে দিতে পারছেন না চিকিৎসকদের একাংশ। কোনো যুক্তিযু'ক্ত প্রমাণ না মিললেও এই পো'ড়া শুঁটকিকেই করোনা মো'কাবেলার কৌ'শল মানছেন উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা। সূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে