আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দ'খলে থাকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে ভয়ঙ্কর হা'মলা হয়েছে। এতে প্রাণ হা'রিয়েছেন কমপক্ষে ৪৬ বেসামরিক। এরমধ্যে ১১ জনই শিশু। দুই বছর পূর্বে সিরিয়ার এ শহর দ'খল করে তুর্কি সেনারা। তারপর থেকে এটি তুর্কি সেনাদের নি'য়ন্ত্রণেই রয়েছে। ধা'রণা করা হচ্ছে, মঙ্গলবারের হা'মলায় মৃতের সংখ্যা আরো বাড়বে।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, এতে আহ'ত হয়েছেন কমপক্ষে ৫০ জন মানুষ। আফরিনের একটি ব্যস্ত রাস্তায় এ হা'মলার ঘটনা ঘটে। তবে এখনো কোনো গোষ্ঠি এর দায় স্বী'কার করেনি। হামলা চালানো হয়েছে ট্রাকের সঙ্গে বো'মা বেধে। তুরস্ক হা'মলার দায় কুর্দিদের ওপর চা'পানোর চেষ্টা করছে। যদিও এ বিষয়ে কোনো প্রতি'ক্রিয়া দেয়নি সিরিয়ান কুর্দিশ ফোর্স।
প্রকাশিত ছবিতে দেখা গেছে হোয়াইট হেলমেটের সদস্যরা সেখানে ঘোরাঘুরি করছে। দমকলকর্মীরা এসে আ'গুন নেভানোর চেষ্টা করছেন। কিছু কিছু মানুষ এসে মৃ'তদেহ সরিয়ে নেয়ার চেষ্টা করছে। এক ভিডিওতে দেখা গেছে আফরিনের আকাশে কুন্ডুলি পাকিয়ে কালো ধোয়া উঠছে এবং চারদিকে পুলিশের গাড়ির হর্ন শোনা যাচ্ছে।
তুরস্কের নিয়'ন্ত্রণে যাওয়ার পর আফরিনে প্রায়ই হা'মলা হয়ে আসছে। তবে মঙ্গলবারের হা'মলাটি ছিল সবথেকে ভয়ঙ্কর। আঙ্কারা চাইছে কুর্দিদের দায়ি করতে। তবে সংগঠনটি বেসামরিক মানুষকে টা'র্গেট করে হা'মলা চালায় না। তাই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে হা'মলার তীব্র নি'ন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।