শুক্রবার, ০১ মে, ২০২০, ০১:০৪:২৬

করোনার মধ্যেই ভেসে উঠল দুই মাথা-পাঁচ ক'ঙ্কালসহ ‘ভুতুড়ে জাহাজ’

করোনার মধ্যেই ভেসে উঠল দুই মাথা-পাঁচ ক'ঙ্কালসহ ‘ভুতুড়ে জাহাজ’

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পর্যুদ'স্ত সারাবিশ্ব। এরইমধ্যে জাপানের উপকূলে উত্তর কোরিয়া থেকে আসা ‘ভুতুড়ে জাহাজ’ ভে'সে উঠার ঘ'টনা নতুন কিছু নয়। এর ধারাবাহিকতায় আরেকটি ‘ভুতুড়ে জাহাজ’-এর স'ন্ধান পেয়েছে স্থানীয়রা। জাহাজটি ভেতরে দুটি মাথা ও পাঁচটি ক'ঙ্কা'লও পাওয়া গেছে।-খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি জানায়, জাপানের মূল ভূখ'ণ্ডের উত্তর পশ্চিমের সাদো দ্বীপে জাহাজটি ভে'সে উঠে। পরেরদিন দেশটির কর্তৃপক্ষ জাহাজের ভেতরের খবর জানতে পারে। ওই জাহাজটি গায়ে লেখা ছিল কোরিয়ান ভাষা। জাহাজটি বেশ ক্ষ'তির শি'কার হয়েছিল।

এদিকে জাপানের গণমাধ্যমের বরাতে বিবিসি আরো জানায়, জাহাজটির ভেতরে পাওয়া দে'হাবশেষের সবগুলোই আংশিক ক'ঙ্কা'লে পরিণত হয়েছে। তবে দুটি মাথা জাহাজে থাকা দেহাবশেষের মধ্যে কারো কিনা নি'শ্চিত করতে পারেনি দেশটির পুলিশ। তবে দীর্ঘ সময় যাবত ভু'ক্তভো'গীরা সমুদ্রে অবস্থান করছিলেন বলে ধা'রণা করা হচ্ছে।সাধারণত উত্তর কোরিয়া থেকে ডুবন্ত অবস্থায় আসা জাহাজের ভেতরে মানুষের দেহাবশেষ থাকে। অনেক সময় জাহাজগুলো খালিও থাকে।

এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়া থেকে এক জেলেসহ একটি জাহাজ ভা'সতে ভা'সতে জাপান উপকূল অংশে চলে আসে। পরে ওই জেলেকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর সিদ্ধা'ন্ত নেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে