শুক্রবার, ০১ মে, ২০২০, ০২:৫৫:৪১

কোয়ারেন্টাইন ভে'ঙে পালালেন চিকিৎসক, পিছু ধাওয়া করল পুলিশ, ভাই'রাল ভি'ডিও

কোয়ারেন্টাইন ভে'ঙে পালালেন চিকিৎসক, পিছু ধাওয়া করল পুলিশ, ভাই'রাল ভি'ডিও

আন্তর্জাতিক ডেস্ক : কোয়ারেন্টাইন ভে'ঙ্গে পালাল সরকারি হাসপাতালের চিকিৎসক। আট'কাতে পিছনে দৌড়ল পুলিশ। মথুরার ভাই'রাল ভি'ডিও ঘিরে তো'লপাড় সোশ্যাল মিডিয়া। করোনা আবহে বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে কোয়ারেন্টাইনের নিয়ম ভা'ঙার ছবি। অভিযোগ আসছে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধেও। এবার এই অ'ভিযোগ উঠল খোদ এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে।

করোনা আক্রা'ন্তের সং'স্পর্শে আসায় কোয়ারান্টাইনে রাখা হয়েছিল এক চিকিৎসককে। কিন্তু আইসোলেশন ভে'ঙে পালালেন তিনি। তাঁকে আট'কাতে পিছন পিছন দৌড়ল পুলিশকর্মী। অনেকক্ষণ ছুটোছুটি করবার পর পাক'ড়াও করা হয় তাঁকে। ভি'ডিওতে দেখা যায়, ছুটে পালাচ্ছেন এক চিকিৎসক। তাঁকে থামতে বসে পিছনে দৌড়চ্ছে পুলিশ।

ওই রোগীর সং'স্পর্শে আসা বাকি চিকিৎসকরা সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন। বিভিন্ন করোনা হাসপাতাল থেকে হামেশাই সামনে আসছে রোগীদের পালিয়ে যাওয়ার খবর। একজন স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের খোঁজ চলছে বলে জানানো হয়েছে।-এবিপি আনন্দ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে