শুক্রবার, ০১ মে, ২০২০, ০৫:৪৭:২১

করোনায় মৃ'ত ঘোষণা করার দু'দিন পর মাকে ফিরে পেল শিশু!

করোনায় মৃ'ত ঘোষণা করার দু'দিন পর মাকে ফিরে পেল শিশু!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাসে মা'রা যাওয়ার দুইদিন পর আবারো বেঁচে উঠলেন এক নারী। সেই সাথে এক ১১ বছর বয়সী শিশু ফিরে পেলো তার মাকে। হাসপাতালের ভুলের কারণে করোনা আক্রা'ন্ত ওই নারীকে মৃ'ত ঘোষণা করা হয়। এর দুইদিন পর হাসপাতাল থেকে ফোন করে আবার তাকে জীবিত ঘোষণা করা হয়।

নিজেদের এই মা'রা'ত্বক ভুলের জন্য ক্ষমা চেয়েছে জার্মানির হাসপাতাল কতৃপক্ষ। মৃ'ত মাকে ফিরে পেয়ে বা'করু'দ্ধ ১১ বছর বয়সী ওই শিশু। পরিবারের সদস্যরা বলছে, এরই মধ্যে শেষকৃত্যের সব আয়োজন শেষ করেছিল তারা। জানায়, বৃদ্ধাশ্রমে চাকরি করত ওই নারী। ওইখান থেকে তার শরীরে করোনার জীবাণু আসে। এরপর তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। 

তার চিকিৎসার জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়। এর দুই ঘন্টা পরেই হাসপাতাল থেকে ফোন আসে সে মা'রা গেছে। এর দুইদিন পরে মৃ'ত ওই নারীর ভাই হাসপাতালে গেলে তাকে বুঝিয়ে সব বলা হয়। হাসপাতালে অনেক কাজের চা'পের কারণে এ ধরণের ভু'ল হয়েছে বলে বলছে কতৃপক্ষ। অনি'চ্ছাকৃত এই ভু'লের জন্য ক্ষ'মা প্রার্থনাও করেছেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে