আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের অন্যতম বৃহত্তম হাসপাতালের রিসার্চ উইঙ্গ এই মুহূ্র্তে গবেষণায়রত প্রতি মুহূর্তে খোঁ'জা হচ্ছে মা'রণ করোনা ভাইরাসকে আ'টকানোর জন্য কোন ভ্যাকসিন, কোন ওষুধে কাজ হয়৷ এই মুহূর্তে আশাব্যজ্ঞক কথা শুনিয়েছে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের রিসার্চাররা৷ তাদের দাবি এই মা'রণ ভাইরাসকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শেষ করা যায়৷
মা'রণ এই ভাইরাসের দা'পটে গোটা দুনিয়া সারা বিশ্বে আক্রা'ন্ত ৩০ লক্ষ৷ মা'রা যাওয়ার সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ আমেরিকা, ইউরোপের মত প্রথম বিশ্ব ছা'রখার হয়ে যাওয়ার পর এই মা'রণ থাবা তৃতীয় বিশ্বেও দা'পট দেখাচ্ছে৷ নর্থ শোর ইউনিভার্সিটির সং'ক্রা'মক রোগের বিশেষজ্ঞ ডক্টর জানিয়েছেন অ্যান্টি প্যারাসাইট ওষুধে এই ভাইরাসের সং'ক্র'মণ দুদিনে শেষ হয়৷
তার দাবি এই ওষুধের কোনও খা'রাপ প্রভাব হয় না পাশাপাশি সারা পৃথিবীর সব দেশেই এই ধরণের ওষুধ সহজেই পাওয়া যায়৷ অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকেরও মত এই ওষুধের এক মাত্রা দেওয়ার পরই কাজ শুরু হয় এবং তারপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসের মৃত্যু হয় ৷
করোনা ভাইরাস যে পৃথিবীর সব দেশেই মৃ'ত্যুষজ্ঞ চালাচ্ছে তাকে খ'তম করতে এই ওষুধের ব্যবহার পজিটিভ ফল দেবে বলেই এই চিকিৎসা বিজ্ঞানীদের দাবি৷ ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিক্যাল সেন্টারের ডাক্তার জানিয়েছে এর আগেও বিভিন্ন সহজে সং'ক্র'মণকারী রোগের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারে সাফল্য এসেছে৷ এবার করোনা রোগীদের এই ওষুধ দিয়েও পজিটিভ ফল পাওয়া যাচ্ছে৷
একইভাবে উটাহ বিশ্ববিদ্যলায়ের চিকিৎসকের মত ফুসফুসে জো'রালো সং'ক্র'মণ থাকা রোগী যাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও ইনভার্টিমাইসিন ওষুধ কাজ করে৷ এখন দেখার বৃহত্তর স্তরে এই ওষুধের ব্যবহারে মানবজাতির রোগমুক্তির রাস্তা খুঁ'জে পায় কিনা৷