শনিবার, ০২ মে, ২০২০, ০২:১২:৩৭

এবার স্যাটেলাইট চিত্রে ধ'রা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে

এবার স্যাটেলাইট চিত্রে ধ'রা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক: এবার স্যাটেলাইট চিত্রে ধ'রা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে! করোনা মহামা'রির মাঝেও গত কয়েকদিন ধ'রে আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বেঁ'চে আছেন কিনা, তা নিয়ে জ'ল্পনা চলছে বিভিন্ন মহলে। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে- কিম বেঁ'চে আছেন এবং ভালোই আছেন।

এবার প্রকা'শ্যে এলো স্যাটেলাইট চি'ত্র। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসর্টের সামনে ঘো'রাফে'রা করছে তার প্রিয় নৌকা। যা দেখে অনু'মান করা হচ্ছে, উপকূলের ওই রিসর্টেই রয়েছেন তিনি।

একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই দৃ'শ্য। ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘু'রে বেড়ান তিনি। তাই এই ছবি থেকেই অনু'মান স্প'ষ্ট হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, করোনাভাইরাস থেকে দূ'রে থাকতেই এভাবে নিজেকে স'রিয়ে রেখেছেন কিম জং উন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে