আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিতসু মোতেগি জানিয়েছেন, করোনাভাইরাস মো'কা'বেলার জন্য বিনা পয়সায় ৪৩টি দেশে অ্যাভিগন ওষুধ (যা ফেভিপিরাভির নামে পরিচিত) পাঠানো হবে। ছয় বছর আগে ফেভিপিরাভির নামক ওষুধটি তৈরি করা হয়। এর কোনো পা'র্শ্বপ্রতি'ক্রিয়া নেই। তার পরেও ওষুধটি সেভাবে ব্যবহার হয়নি।
তবে সম্প্রতি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানায়, অ্যাভিগন ওষুধটি করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত রোগীদের ওপর প্র'য়ো'গের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। গু'রুত'র অব'স্থায় থাকা রোগীরাও দ্রু'ত সে'রে উ'ঠেছেন ফেভিপিরাভির সেবনের ফলে।
চীনের চিকিৎসকরাই আবিষ্কার করেন, অ্যাভিগনে করোনাভাইরাসে আক্রা'ন্ত রোগীর সে'রে ওঠা'র বিষয়টি। এরপর মার্চে ৮০ জন করোনা আক্রা'ন্তের ওপর ওষুধটির পরীক্ষা শুরু হয় জাপানে। অ্যাভিগন ব্যবহারের পর ওইসব রোগীদের শরীরে এখন আর করোনাভাইরাসের উপস'র্গ নেই। জানা গেছে, জাপানে বর্তমানে করোনাভাইরাসে আক্রা'ন্ত ২০ লাখ রোগীকে চিকিৎসা দেওয়ার মতো অ্যাভিগন প্রস্তুত রয়েছে। সূত্র : নিউজ ডট এএম ও কালেরকন্ঠ