আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামা'রির মধ্যেই উত্তর গোলার্ধে ওজোন স্তরের একটি বিরাট ক্ষত সেরে যাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই তথ্য জানিয়ে বলেছে, এখন আর ওজোন স্তরে কোনও ক্ষত নেই। অথচ গত মার্চ মাসে ২০১১ সালের পর থেকে বৃহত্তম ক্ষতের সন্ধান পাওয়া গিয়েছিল সেখানে।
ডব্লিউএমও'র মুখপাত্র ক্লেয়ার নুলিস জানান, উত্তর গোলার্ধের বসন্তকালীন পরিবেশের পেছনেও ছিল বাতাসে থাকা ওজোন স্তরের ক্ষয়কারী উপাদান, যা অধিক শীতল শীতকাল সৃষ্টি করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে।
ক্লেয়ার নুলিস বলেন, ‘ওই দু'টি ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবে অতিমাত্রায় ক্ষয় দেখা গিয়েছিল ওজোন স্তরে। যা ২০১১ সালের পরে এখনও পর্যন্ত সবথেকে মারাত্মক। কিন্তু এখন সেটা একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। ওজোন ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে।’
করোনাভাইরাসের সং'ক্রমণের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে কোভিড- ১৯ এর কোনও সম্পর্ক নেই। সূত্র: রয়টার্স।