শনিবার, ০২ মে, ২০২০, ০৩:৪৮:৫৬

করোনায় স্ত্রীর মৃ'ত্যুতে অক্সিজেন মাস্ক খুলে মা'রা গেলেন স্বামীও

করোনায় স্ত্রীর মৃ'ত্যুতে অক্সিজেন মাস্ক খুলে মা'রা গেলেন স্বামীও

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে প্রতিদিন চলছে মৃ'ত্যুর মিছিল। মানুষ হারাচ্ছে তার আপনজনকে। পিপিই সং'কট, নতুন আক্রা'ন্ত, লা'শ দা'ফনে জ'টিলতা, ভ্যাকসিন এমন নানা জটিলতায় ভুগছে বিশ্ব। কিন্তু শত জ'টিলতার মাঝেও মানুষ ভালোবাসার পরিচয় দিতে ভোলেনি। এবার করোনাভাইরাস ৬০ বছরের এক দম্পতির ভালোবাসার সাক্ষী হয়েছে। স্ত্রীর করোনায় আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুর পর স্বামীও একই দিনে মা'রা গেলেন।

স্ত্রী মেরির মৃ'ত্যুর সংবাদ জানার পর স্বামী বিল ডার্টনাল করোনার বিরুদ্ধে ল'ড়াই না করেই স্বেচ্ছামৃ'ত্যুর সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি তার অক্সিজেন মাস্কটি খুলে ফেলেন। তিনি সন্তানদের বলেন, তাদের মাকে ছাড়া তিনি বেঁ'চে থাকতে চান না।

যুক্তরাজ্যে সাউথাম্পটন জেনারেল হাসপাতালে ৮১ বছর বয়সী স্ত্রীর মৃ'ত্যুর পর ৯০ বছরের তার বৃদ্ধ স্বামী স্বেচ্ছায় মৃ'ত্যু বরণ করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। তারা দুইজনই ওই হাসপাতালে করোনায় আক্রা'ন্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মিসেস ডার্টনালকে মার্চে যখন হাসপাতালে নেয়া হয় তখন সাউথাম্পটনের হলিডে ইন হোটেলে একটি অস্থায়ী কেয়ার হোমে ছিলেন ৬৩ বছর আগে বিয়ে করা এ দম্পতি। তাদের মেয়ে রোজমেরি জানায়, মায়ের মৃ'ত্যুর পর বাবা আর বেঁ'চে থাকতে চাননি। তারা এক সাথে একটি টিমের মতো ছিলেন। জীবনে সব দুঃখ-কষ্ট একসাথে পাড়ি দিয়েছেন। এখন মা'রাও গেলেন এক সাথে।

তিনি আরো বলেন, বাবা মাকে একসাথে হা'রানো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু জীবনের শেষ মুহূর্তে তারা একসাথে থাকতে পেরেছেন এটি ও অনেক ক'ঠিন সময় তাদের পাড় করতে হয়েছে। রোজমেরি আরো বলেন, বাবা-মা বিশেষ মানুষ ছিলেন। তারা সারাজীবন অত্যন্ত ক'ঠোর পরিশ্রম করেছে। ব্রিটিশ ওই দম্পতি মৌমাছি পালনের কাজ করতেন। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে