আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনা ভাইরাস মো'কাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়ত দিতে ওয়াশিংটন প্রস্তুত আছে এমন দাবির মধ্যেই তেহরানের বিরু'দ্ধে নতুন করে নিষে'ধা'জ্ঞা দিয়েছে আমেরিকা। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান এবং ইরাকের যৌথ নাগরিক আমির দিয়ানাত এবং তার কম্পানি তাইফ মাইনিং সার্ভিসের বিরু'দ্ধে নতুন নিষে'ধা'জ্ঞা দিয়েছে।
আমির দিয়ানাত আমির আব্দুল আজিজ জাফার আলমতাজি হিসেবেও পরিচিত। অর্থ মন্ত্রাণালয়ের ফরেন এসেট কন্ট্রোল দাবি করেছে যে, ইরানের ইসলামি বিপ্ল'বী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের জন্য রাজস্ব সংগ্রহসহ এ বাহিনীর অ'স্ত্র পাচারে জড়িত থাকার অভিযো'গে দিয়ানাতকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।
মার্কিন নিষে'ধা'জ্ঞা এবং মানি লন্ডারিং আইন ল'ঙ্ঘন করার অভিযোগে দিয়ানাত এবং তার ব্যবসায়িক অংশীদার ইরানি নাগরিক কামরান লাজমিরির বিরু'দ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন এক বিবৃতিতে দাবি করেন যে, 'ইরানের সরকার তার নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুর'ক্ষা এবং জন কল্যাণ বাদ দিয়ে আন্তর্জাতিক সন্ত্রা'সী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি অগ্রা'ধিকার দিচ্ছে।'
তবে ইরানি জনগণকে মানবিক সহায়তা দিতে আর্থিক এবং অলাভজনক প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ওয়াশিংটন কাজ করতে প্রতি'শ্রুতিবদ্ধ আছে বলেও দাবি করেন মিউচিন। ইরানের ওপর এমন সময় এই নিষে'ধা'জ্ঞা আরো'প করা হল, যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামা'রির প্রাদু'র্ভাব চলছে এবং ভাইরাস মো'কাবেলায় হিম'শিম খাচ্ছে তেহরান। সূত্র: মেহের নিউজ।