আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রা'ন্ত হয়ে ব্যাটালিয়নে মা'রা গিয়েছিলেন এক সেনা জওয়ান। তার পর ১ হাজার জনকে কোয়রান্টিনে পাঠানো হয়। কিন্তু তাতেও সং'ক্র'মণ ঠে'কিয়ে রাখা সম্ভব হল না ভারতের রাজধানী দিল্লির ময়ূরবিহারের সিআরপিএফ ক্যাম্পে। এখনও পর্যন্ত ১২২ সেনার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিয়ে অত্য'ন্ত উদ্বেগে রয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
পূর্ব দিল্লির ওই ক্যাম্পে রয়েছে সিআরপিএফ-এর ৩১ নম্বর ব্যাটালিয়ন। বেশ কয়েক দিন আগেই ওই ব্যাটালিয়নেরই এক জওয়ান করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা যান। সিআরপিএফের ওই সদস্য করোনার বিরু'দ্ধে প্রত্যক্ষ লড়া'ইয়ে শামিল ছিলেন। নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে তিনি কাজ করছিলেন তিনি। গত ১৭ এপ্রিল তার দেহে করোনার উপসর্গ দেখা দেয়। ২১ এপ্রিল পরীক্ষায় তার করোনা পজিটিভ ধ'রা পড়ে। তাকে ভর্তি করা হয় রাজীব গাঁন্ধী হাসপাতালে।
এরপর একে একে ওই ব্যাটালিয়নের সদস্যরা করোনায় আক্রা'ন্ত হতে থাকেন। ওই ব্যাটালিয়নের ৪৫ জন জওয়ানের দেহে করোনার অস্তি'ত্ব ধ'রা পড়তেই সেখানকার এক হাজার জনকে কোয়রান্টিনে পাঠানো হয়। এই মুহূর্তে এক ধা'ক্কায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১২২। সিআরপিএফ সূত্রে খবর, ইতিমধ্যেই ১২২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আরও ১০০ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। সূত্র : এএনআই