আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রকো'প কমতে থাকায় সোমবার থেকে ইরানের কিছু অঞ্চলের মসজিদ খোলা হচ্ছে। যেসব অঞ্চলকে শ'ঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে সেখানকার মসজিদগুলোকে খোলার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানী। রুহানী জানান, ১৩২টি জেলা যেখানে করোনা ছড়ানোর শ'ঙ্কা খুব কম সেখানে শুক্রবারে জুমার নামাজ মসজিদে আদায় করতে পারবে ধর্মপ্রাণ মানুষ।
রোববার ইরানের করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দে'শনা দেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে, চলতি মাসের ১৬ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ১ মাসের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রুহানি জানান, ইরানে করোনা সং'ক্র'মণের কম ঝুঁ'কিতে থাকা ১৩২টি কাউন্টিতে আগামীকাল থেকেই মসজিদ খুলে দেয়া হবে। তবে, বর্তমান প্রেক্ষিতে জামায়াতে নামাজ আদায়ের চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখাই বেশি জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। ঝুঁ'কি কম হওয়ায় আগামী ১৬ মে থেকে স্কুলগুলো খুলে দেয়ার চিন্তাভাবনা করছে টাস্কফোর্স। একমাস ক্লাস চলার পর আবার গ্রীষ্মের ছুটি শুরু হবে।