রবিবার, ০৩ মে, ২০২০, ০৫:২২:৫৩

মসজিদে নামাজ আদায়ের ওপর নিষে'ধাজ্ঞা নিয়ে যা বলল সৌদি আরব

মসজিদে নামাজ আদায়ের ওপর নিষে'ধাজ্ঞা নিয়ে যা বলল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মো'কাবেলায় সম্প্রতি মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর সাময়িক নিষে'ধা'জ্ঞা জারি করেছে সৌদি সরকার। নিষে'ধা'জ্ঞার গুরুত্ব এবং কবে নাগাদ তা প্র'ত্যাহা'র হবে সেসব বিষয়ে শনিবার একটি বিবৃতি দিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়। 

বিবৃতিতে বলা হয়েছে, মানুষের জীবনের নিরা'পত্তার স্বার্থেই মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর সাময়িক নিষে'ধা'জ্ঞা জারি করা হয়েছে। তবে কবে নাগাদ নিষে'ধা'জ্ঞা বাতিল করা হবে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ওই বিবৃতিতে সৌদি আরবের ধর্মমন্ত্রী বলেন, মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর জারিকৃত নিষে'ধা'জ্ঞা প্র'ত্যা'হার করে নিতে আমরা খুবই উদগ্রীব। আশা করি, করোনা ভাইরাস মহামা'রীর অ'বসা'ন হলে খুব শিগগিরই এই নিষে'ধা'জ্ঞা তুলে নেওয়া হবে।

পরিস্থিতি বিবেচনা করে এই নিষে'ধা'জ্ঞা শিথিল করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। স্বাস্থ্য বিভাগ, ধর্মীয় বিশেষজ্ঞ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে