রবিবার, ০৩ মে, ২০২০, ০৯:২০:৪২

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মৃ'ত ঘোষণার প্রস্তুতি নিয়েছিলেন চিকিৎসকরা!

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মৃ'ত ঘোষণার প্রস্তুতি নিয়েছিলেন চিকিৎসকরা!

আন্তর্জাতিক ডেস্ক: মৃ'ত্যুর দুয়ার থেকে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় মাসখানেক য'মে-মানুষের টা'নাটা'নি শেষে যু'দ্ধে জয়ী হয়ে নিজের গদিতে বসেছেন তিনি। এবার জানালেন নিজের করোনাযু'দ্ধের ভ'য়াব'হ সেই দিনগুলোর অভিজ্ঞতা। বলেন, করোনা আক্রা'ন্ত হয়ে আইসিইউতে যাওয়ার পর চিকিৎসকরা তার বাঁ'চার আশা ছে'ড়ে দিয়েছিলেন।

রবিবার দ্য সানকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, অস্বীকার করব না এটা ক'ঠিন স্মৃতি। চিকিৎসকরা আমার মৃ'ত্যু ঘো'ষণা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন।সদ্য বাবা হওয়া বরিস জানান, আইসিইউতে তাকে বাঁ'চিয়ে রাখতে চিকিৎসকেরা ‘লিটার-লিটার’অক্সিজেন দেন। আমার শ্বা'সনালী দিয়ে টিউব প্রবেশ করানোর সময় বাঁ'চার সম্ভাবনা ফিফটি-ফিফটি চলে আসে।

হাসপাতাল থেকে মু'ক্তি পেয়ে গত বুধবার ছেলে সন্তানের মুখ দেখেন বরিস। ছেলের নাম রেখেছেন উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন। এত বড় নামের পিছনে কিন্তু ইতিহাস আছে। পরিবার সূত্রে খবর, এই শিশুর নামের মধ্যেই রয়েছেন সেই দুই চিকিৎসক, যাঁরা প্রা'ণপণ ল'ড়াই করে বরিস জনসনকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন। নিকোলাস রেখেছেন ড. নিক প্রাইস এবং ড. নিক হা'র্টের নামা'নুসারে, যারা গত মাসে তার ‘জীবন র'ক্ষা করেছেন’।

বরিস গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের ল'ড়াই শেষে প্রা'ণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষ'ম হন তিনি।সূত্র- এনবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে