সোমবার, ০৪ মে, ২০২০, ১২:৩৩:৩৬

বন্ধু কিমের সুস্থতার খবরে বেজায় খুশি হয়ে টুইটে প্রেম ঝরালেন ডোনাল্ড ট্রাম্প

বন্ধু কিমের সুস্থতার খবরে বেজায় খুশি হয়ে টুইটে প্রেম ঝরালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যু জ'ল্পনা উড়িয়ে শুক্রবারই জনসমক্ষে এসেছেন তিনি। তিনি বেঁচে আছেন, নাকি প্রয়াত হয়েছেন? গত প্রায় ৩ সপ্তাহ ধরে বিশ্বজুড়ে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। তার স্বাস্থ্য নিয়ে নানারকম গুজব-জল্পনাও ছড়িয়েছে। কিন্তু শুক্রবার উত্তর কোরিয়ার শাসক কিম জং উন সুনচন শহরে একটি সার কারখানার উদ্বোধন করতে জনসমক্ষে এসে সব জল্পনা উড়িয়ে দেন।

তার সুস্থতার খবর পেয়েই ন'ড়েচ'ড়ে বসেছে আমেরিকা। 'বন্ধু' কিমের সুস্থতার খবরে যারপরনাই আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, কিম সুস্থ হয়ে জনসমক্ষে আসায় তিনি খুবই খুশি। টুইট করে তিনি লিখেছেন, 'একজনের জন্য অন্তত আমি খুব খুশি, সে সুস্থ হয়ে ফিরেছে।' শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনচন এলাকার একটি সারের কারখানা উদ্বোধন করতে যান কিম জং উন। ফিতে কেটে কারখানার উদ্বোধনের পাশাপাশি যাবতীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবরও নেন কিম। 

সেসময় তার সঙ্গে ছিলেন প্রশাসনের কিছু শীর্ষস্থানীয় কর্তা এবং বোন কিম ইয় জং। ওই কারখানা উদ্বোধনের সমাবেশে নাকি বহু সাধারণ মানুষ কিমকে করতালি দিয়ে অভ্যর্থনাও জানায়। অনুষ্ঠানে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান আবেগপ্রবণ হয়ে বলেন, ''আজ আমার দাদা এবং বাবা বেঁচে থাকলে আধুনিক সারের কারখানা দেখে অত্যন্ত খুশি হতেন।'' তবে এই সবটাই উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমের দাবি। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে