মঙ্গলবার, ০৫ মে, ২০২০, ১২:০২:৫৮

'ভুল হয়ে গেছে', ক্ষমা চেয়ে দেড় মাস পর করোনার সঠিক ত'থ্য জানালো মমতা সরকার!

'ভুল হয়ে গেছে', ক্ষমা চেয়ে দেড় মাস পর করোনার সঠিক ত'থ্য জানালো মমতা সরকার!

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে বুঝলো! ভারতজু'ড়ে সমালো'চনার ঝড়ের মু'খে পড়ে বুঝলেন, রাজ্যে করোনা আক্রা'ন্ত ও মৃ'ত গ'ণনার ব্যবস্থায় ভুল ছিল। সোমবার কলকাতায় মমতা ব্যানার্জীর মুখ্যমন্ত্রী কার্যলয় নবান্নে ভরা সাংবাদিক বৈঠকে ঠিক এই কথাই বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব রাজীব কুমার।  

এদিন মমতা সরকারের মুখ্যসচিব বলেন, ''ভুল সং'শো'ধন করা হচ্ছিল। তাই গত ৩ দিন জানানো হয়নি মৃ'তের মোট সংখ্যা। কোভিড সং'ক্রা'ন্ত রিপো'র্টিংয়ের যে পদ্ধতি আমাদের ছিল তা খুব জ'টিল। আমাদের রিপোর্টিং সি'স্টেম ঠিক ছিল না। ফলে বেশ কিছু ত'থ্য ন'থিভু'ক্ত হয়নি। এটা অনি'চ্ছাকৃতভাবে হয়েছে। তবে এখন বুঝতে পারলাম সম'স্যাটা কোথায় হয়েছে।'' 

এদিনই প্রথমবার পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রা'ন্তের সংখ্যা প্রকাশ করেছে নবান্ন। মুখ্যসচিব জানিয়েছেন, সোমবার পর্যন্ত মোট করোনা আক্রা'ন্তের সংখ্যা ১,২৫৯। সঙ্গে তিনি জানিয়েছেন, এবার থেকে প্রতিদিন মোট করোনা আক্রা'ন্তের সংখ্যা জানাবে রাজ্য সরকার। এতদিন শুধুমাত্র সেই দিন করোনা আক্রা'ন্ত অবস্থায় চিকিৎসাধীনদের সংখ্যা জানাত রাজ্য। 

সঙ্গে মুখ্যসচিব জানিয়েছেন, বেশ কিছু জায়গা থেকে ত'থ্য পেতে সমস্যা হচ্ছিল। বিশেষ করে বেসরকারি হাসপাতাল থেকে ঠিকমতো ত'থ্য মিলছিল না। সেই সব সম'স্যা গত ৩ দিন ধ'রে মেটানো হয়েছে। মুখ্যসচিবের ব্যাখ্যায় বেশ কিছু প্রশ্ন উ'ঠছে। প্রথমত, রাজ্যে করোনা আক্রা'ন্তের সংখ্যায় যে গর'মিল রয়েছে তা বুঝতে দেড় মাস লে'গে গেল রাজীব সিনহা ও তার দলের? না কি এর পি'ছনে অন্য কারণ রয়েছে? 

দ্বিতীয়ত, কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে আসতেই কেন একে একে বেরোতে শুরু হল ত'থ্য? বিরো'ধীদের দাবি, মমতা ব্যানার্জীর তথ্য গো'পন করার চেষ্টার দা'য় ঘু'রিয়ে মাথায় নিলেন তার প্রশাসনের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর মুখ বাঁ'চানোর জন্য প্রকা'শ্যে রাজীব সিনহার মতো আইএএসকে ক্ষ'মা চেয়ে স্বী'কার করতে হল 'ভুল হয়ে গেছে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে