মঙ্গলবার, ০৫ মে, ২০২০, ১২:২৩:২২

কাশ্মীরে টহ'লরত ভারতীয় বাহিনীর ওপর হা'মলা, নিহ'ত ৩ সেনা

কাশ্মীরে টহ'লরত ভারতীয় বাহিনীর ওপর হা'মলা, নিহ'ত ৩ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে হা'ন্ডওয়ারায় সিআরপিএফের টহ'লদারী বাহি'নীর ওপর হা'মলায় তিনজন সেনা জওয়ান নিহ'ত, আহ'ত ৭ জন। শনিবার কুপওয়ারায় জ'ঙ্গিদের সঙ্গে গু'লির ল'ড়া'ই হয় নিরাপ'ত্তা বাহি'নীর, সেই সংঘ'র্ষে প্রাণ হা'রান দুজন সেনা কর্মকর্তাসহ ৫ জন নিরাপ'ত্তা বাহি'নীর কর্মী। 

সূত্রের খবর, সিআরপিএফ বাহি'নীর ওপর হা'মলা চা'লায় জ'ঙ্গিরা এবং ব্যা'পক গু'লিব'র্ষণ করে। জঙ্গিদের হা'মলার পা'ল্টা জবাব দেয় সিআরপিএফ, এলাকায় পৌঁছেছে অন্যান্য বাহি'নীও। এক সিআরপিএফ কর্মকর্তা বলেন, ''গু'লির ল'ড়াই চ'লছে। আমাদের কয়েকজন আহ'ত হয়েছেন।'' 

শনিবারের গু'লির ল'ড়াইয়ে, যে পাঁচজন প্রাণ হা'রান, তাদের মধ্যে রয়েছেন সেনাবাহি'নীর দুজন পদস্থ কর্মকর্তা, একজন কর্নেল, একজন মেজর। জ'ঙ্গিরা যাদের ওপর গু'লি চা'লায়, তাদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মকর্তা, তিনিও ছিলেন পাঁচজনের দলে।

উত্তর কাশ্মীরের হা'ন্ডওয়ারায় সন্ত্রা'সদমন বাহি'নী, স্ব'শ্ব'স্ত্র বাহি'নী ও জম্মু ও কাশ্মীরের পুলিশ বাহি'নী অ'ভি'যান চা'লায় বলে জানান এক কর্মকর্তা, পাশাপাশি তিনি আরও জানান, বহু নাগরিককে উ'দ্ধার করে পাঁচজনের দল। যৌথ অভি'যানে খ'তম করা গিয়েছে দুজন জ'ঙ্গিকে। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে