আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘসময় লকডাউন চালু রাখার সামর্থ নেই আফ্রিকার দরিদ্র দেশ নাইজেরিয়ার। অর্থনীতি বাঁচাতে লকডাউন তাই তুলে নিতেই হয়েছে। ঘনবসতিপূর্ণ ও সামর্থ্যে পিছিয়ে থাকা দরিদ্র দেশটি এতদিন পর্যন্ত সফলভাবে করোনা পরি'স্থিতি মো'কাবেলা করছে। করোনায় আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা এখনো বেশ কম।
তবে চার সপ্তাহের জরুরি লকডাউন ব্যবস্থা তুলে নিতেই দেশটিতে একদিনে সর্বোচ্চ সং'ক্র'মণের ঘটনা ঘটেছে। সোমবার নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) মোট ২৪৫ টি নতুন করোনা সং'ক্র'মণের মামলা নি'শ্চিত করেছে। এর মধ্যে ৭৩ টি দেশটির বাণিজ্যিক রাজধানী লোগোসে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট সং'ক্র'মণের সংখ্যা ২ হাজার ৮৮০ টিতে দাঁড়িয়েছে।
যার মধ্যে ৯৩ জন মারা গেছে এবং ৪১৭ জন সুস্থ হয়ে ফিরেছে। করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চার সপ্তাহের বেশি লকডাউন চলার পর সরকার আবুজা, ওগুন ও লাগোস রাজ্যে নিষে'ধা'জ্ঞাগুলো শিথিল করার ঘোষণা দেয়। এর মাত্র কয়েক ঘন্টা পরেই দেশটিতে সং'ক্র'মণের রেকর্ড হয়েছে।
ঘনবসতিপূর্ণ এই অঞ্চলগুলোর মানুষ যখন দেশের অন্যান্য অংশের সাথে মিলিত হবে তখন ভাইরাসটি আরো দ্রুত ছড়িয়ে পড়বে বলে ধা'রণা করা যায়। সোমবার, উপকূলীয় মেগাসিটি লোগোসের রাস্তাগুলো গাড়ি, বাস, মোটরসাইকেল এবং ট্যাক্সিতে ঠাসা ছিল। লকডাউনের সময় এসব রাস্তা একেবারের খালি দেখা গেছে। সূত্র : আল জাজিরা।