বুধবার, ০৬ মে, ২০২০, ০৩:৫২:৪০

দুবাইয়ে ৪৭ তলা ভবনে ভ'য়াবহ আগুন

দুবাইয়ে ৪৭ তলা ভবনে ভ'য়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) শারজাহর আল নাহদা অঞ্চলের একটি আবাসিক ভবনে মঙ্গলবার (৫ মে) রাত নয়টা চল্লিশ এর দিকে আ'গুন লাগে। আ'গুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ফায়ারসার্ভিস ও এম্বুলেন্স পৌঁছে। তবে এখনো হ'তাহ'তের কোন খবর পাওয়া যায়নি।

সংবাদ মাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, আ'গুন লাগার সঙ্গে সঙ্গেই ৪৭তলা বিশিষ্ট আবকো টাওয়ার থেকে সকল বাসিন্দাদের স'রিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়। প্রত্য'ক্ষদ'র্শীদের বরাতে খালিদ টাইমস জানায়, ভবনটির সঙ্গে থাকা ব্যাঙলোর রেস্টুরেন্ট থেকেই আ'গুনের সূ'ত্রপা'ত হয়ে থাকতে পারে। পার্শ্ববর্তী মিনা ফায়ার স্টেশন থেকে আল নাহদায় আবকো টাওয়ারের উদ্দেশ্যে রাত আনুমানিক ৯টা ৪৫-এ ফায়ারসার্ভিসের সাহায্য পাঠানো হয়।

এখনো পর্যন্ত হ'তাহ'তের কোন খবর না পাওয়া গেলেও উ'দ্ধারকারীরা জানিয়েছেন তারা খোঁ'জ চালিয়ে যাচ্ছেন। আশেপাশের আরো পাঁচটি ভবনও সম্পূর্ণ খালি করা হয়েছে।সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস, খালিজটাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে