আন্তর্জাতিক ডেস্ক বিশ্বব্যাপী প্রাণঘা'তী করোনায় দিন দিন আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনা রো'ধে কার্যকর কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তবে গবেষকরা করোনায় চিকিৎসায় হাল ছাড়ছেন না।
করোনা নিয়ে গবেষণা করে নতুন নতুন শ'ঙ্কার কথা শুনাচ্ছেন গবেষকরা। পাওয়া যাচ্ছে নতুন নতুন উপসর্গ। কয়েকদিন আগেই গবেষকরা জানান করোনার নতুন উপসর্গ হলো মানুষের শরীরে বা ফুসফুসে র'ক্ত জমাট বাঁ'ধা। আর এই নতুন উপসর্গে করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন গবেষকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়, ইতালিতে মিলেছে করোনা চিকিৎসার এই সুখবর। দেশটিতে ৫০ জন করোনা রোগী নিয়ে চলে গবেষণা। তাদের করা হয় ময়নাতদন্ত। আর তাতেই বেরিয়ে এসেছে করোনা সং'ক্রমণের এক অজানা দিক।
সাধারণত করোনা হানা দেয় ফুসফুসে। পরে নিউমোনিয়ায় মৃ'ত্যু হয়। কিন্তু এই মার'ণ ভাইরাস শরীরে র'ক্ত জমাট বাঁ'ধিয়ে ফেলে। এতে মস্তিষ্কে ও ফুসফুসে র'ক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। ইতালিতে যে ৫০ জন রোগীর ময়নাতদন্ত হয় তাদের রিপোর্টে বলা হয়, করোনায় আক্রা'ন্ত হওয়ার পরে নিউমোনিয়ায় মৃ'ত্যু হয়নি তাদের। ফুসফুসের ধমনীতে প্রদাহ জ্বা'লায় র'ক্ত জমাট বেঁধে তাদের মৃ'ত্যু হয়। নতুন এই উপসর্গ সঞ্চার করছে আশার আলো।
কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, রোগীর নিউমোনিয়া হলে তাকে আইসিইউ বা ভেন্টিলেশনে পাঠানো খুব প্রয়োজন। তবে র'ক্ত জমাট বেঁ'ধে প্রাণহা'নির শঙ্কা থাকলে ভেন্টিলেশনে পাঠানোর দরকার নেই। রোগীকে র'ক্ত তরল করার ওষুধ দিয়েই চিকিৎসা চালানো সম্ভব।
ইতালির ৫০টি ম'রদে'হের ময়নাতদন্তে একটিই লক্ষণ দেখা দিয়েছে। প্রতিক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে করোনাভাইরাস। ফুসফুসে পৌঁছেই ধমনীতে তী'ব্র প্রদাহের সৃষ্টি করে করোনা। প্রদাহের ফলে র'ক্ত জমাট বেঁধে ফুসফুসকে বিকল করে দেয় এই ভাইরাস। একইভাবে হার্ট হার্টের ধমনী কিংবা মস্তিষ্কে র'ক্ত জমাট বাঁ'ধতে পারে।
চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, করোনায় র'ক্ত জমাট বাঁ'ধার মতো উপসর্গ দেখা দিলে খারাপ কিছু নয়। বরং মন্দের ভালো। কারণ নিউমোনিয়া আক্রা'ন্ত ফুসফুসকে রক্ষা করা ক'ঠিন। এর তুলনায় জমাট বাঁধা র'ক্ত তরল করা সহজ। হার্টের চিকিৎসায় এই সং'ক্রান্ত হাজারো ওষুধ বাজারে কিনতে পাওয়া যায়।