সোমবার, ১১ মে, ২০২০, ০৭:১২:৩৪

চীনের নির্দেশেই বিশ্ববাসীকে আগে সত'র্ক করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা : জার্মান মিডিয়া

চীনের নির্দেশেই বিশ্ববাসীকে আগে সত'র্ক করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা : জার্মান মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক : চীনের নির্দে'শেই করোনাকে মহামা'রি ঘোষণা করতে দেরি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 'প্রমাণ'সহ বিস্ফো'রক দাবি করল জার্মান সংবাদমাধ্যম 'ডের স্পিজেল'। তাদের দাবি, জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের সঙ্গে ফোনে কথা বলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

তার নির্দে'শেই করোনাকে মহামারি ঘোষণা করতে দেরি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এই সব অভিযো'গ খা'রিজ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই সংবাদমাধ্যমটি জার্মান গোয়ে'ন্দা বিভাগকে উদ্ধৃত করে বলছে, মহামা'রি করোনা নিয়ে তথ্য গো'পন করতে চেয়েছিল চীন। সে কারণেই চীনের প্রেসিডেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাদাভাবে কথা বলেন। 

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নির্দে'শ দেন যেন, বৈশ্বিক মহামা'রি সত'র্কতা আরও দেরিতে জারি করা হয় এবং মানুষ থেকে মানুষে করোনার সং'ক্র'মণের বিষয়ে তথ্য প্রকাশ করা না হয়। ডের স্পিজেলের দাবি, গত ২১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময়ই তিনি করোনা যে মহামা'রি এবং এটি মানুষ থেকে মানুষে ছড়ায়, এসব তথ্য তখনই প্রকাশ না করতে অনুরোধ করেছিলেন। 

সেই মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামা'রি ঘোষণা করতে দেরি করে। তবে ওই সংবাদমাধ্যমের খবর প্রকাশ্যে আসতেই বিবৃতি দিয়ে তা অস্বী'কার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ডের স্পিজেলের এই দাবি সম্পূর্ণ মনগড়া আর ভিত্তিহী'ন। তারা সাফ জানিয়েছে ওই সময় তো বটেই কোনও সময়ই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তা চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেননি। সূত্র : সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে