মঙ্গলবার, ১২ মে, ২০২০, ০৭:২১:৪২

২০১৬ সালেই ট্রাম্পকে সতর্ক করেছিলেন বিল গেটস!

২০১৬ সালেই ট্রাম্পকে সতর্ক করেছিলেন বিল গেটস!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী মহামা'রী করোনা ভাইরাসের তা'ণ্ডবে দিশেহা'রা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষ'মতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাসের বিষা'ক্ত ছো'বলে ইতোমধ্যে ধ্বং'সস্তূপে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

এখন পর্যন্ত (মঙ্গলবার বেলা পৌনে ১২টা) আমেরিকায় করোনায় আক্রা'ন্ত হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন। এর মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের। অথচ ২০১৬ সালের ডিসেম্বরেই ট্রাম্পের সঙ্গে আলাপকালে সম্ভাব্য একটি ''বি'প'জ্জনক মহামা'রী'' নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সত'র্ক করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।

আমেকিরার শীর্ষস্থানীয় এবং রক্ষণশীল দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ট্রাম্প টাওয়ারে বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের। তখন বি'প'জ্জ'নক সং'ক্রা'মক রোগের হাত থেকে আমেরিকাবাসীকে রক্ষার প্রস্তুতি নিতে ট্রাম্পকে পরামর্শ দেন তিনি। 

জার্নালে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ল'ড়াই করা অন্য প্রার্থীদেরও একই কথা বলেন গেটস। মহামা'রী নিয়ে গেটসের সুদূরপ্রসারী ভাবনার কথা কয়েক মাস ধ'রে বেশ আলোচনায়। ২০১৫ সালের 'টেড টকে' ভ'য়াব'হ বৈশ্বিক ঝুঁ'কি নিয়ে আলোচনা করেন তিনি।

করোনা ভাইরাস মো'কাবে'লায় ৩০০ মিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দেওয়া গেটস ওই সময় বলেন, ''সামনের কয়েক দশকে এক কোটি লোক যদি কিছুতে মা'রা যায়, সেটি যু'দ্ধ হবে না, অত্যন্ত সং'ক্রা'মক ভাইরাসের কারণে যাবে। ক্ষে'পণা'স্ত্রে এটি হবে না, হবে জীবা'ণুতে।''

গেটসের কথা ট্রাম্প না শোনায় এই ধনকুবের নিজেকেই এখন দো'ষ দিচ্ছেন। সংবাদমাধ্যমটিকে আক্ষে'প করে বলেছেন, ''এখন মনে হচ্ছে এই বি'পদের ব্যাপারে যদি আরেকটু সাব'ধান করতে পারতাম।' সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, বিজনেস ইনসাইডার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে