আন্তর্জাতিক ডেস্ক : করোনার মধ্য ফে'র পাকিস্তানি সেনাবাহিনীর উপর ভ'য়াব'হ হা'মলা চা'লাল স্বাধীন'তাকামী বালোচ বি'দ্রো'হীরা। বালোচিস্তানে বি'দ্রো'হীদের দু'টি পৃথক হা'মলায় অন্তত সাতজন পাক সেনার মৃ'ত্যু হয়েছে। আহ'ত আরও অনেকে। সূ'ত্রের খবর, হা'মলার নেপ'থ্যে রয়েছে 'বালোচ লিবা'রেশন আ'র্মি'।
সেনা সূ'ত্রে খবর, সোমবার বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পির ঘাইব এলাকায় পাক সে'নার এক ট'হলদার বাহি'নীকে নিশা'না করে বি'দ্রো'হীরা। রুটিন মাফিক টহ'ল দিয়ে বেস ক্যা'ম্পে ফেরার সময় কনভয়টিকে ল'ক্ষ্য করে আইইডি বি'স্ফো'রণ ঘ'টানো হয়। ওই হা'মলায় নিহ'ত হয়েছেন ৬ জওয়ান। অন্য একটি ঘ'টনায় মানদ এলাকায় বি'দ্রো'হীদের সঙ্গে গু'লি বিনিময়ে এক সৈ'নিকের মৃ'ত্যু হয়।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসেই দক্ষিণ বালোচিস্তানের কেচ জেলার ছোট্ট উপত্যকা বুলেদা এলাকায় ফ্রন্টিয়ার কোরের এক মেজর-সহ ৭ জন পাক সেনাকে মে'রে ফে'লে বালোচ বি'দ্রো'হীরা। তাদের গাড়িতে ল্যা'ন্ডমা'ইন দিয়ে হা'মলা চা'লানো হয়। পাকিস্তান-ইরান সীমা'ন্ত থেকে ১৪ কিলোমিটার দূরে এই বি'স্ফো'রণ ঘ'টে।
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চীন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চীনের প্রস্তাবিত 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পো'র্ট থেকে চীনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে৷
এই করিডর নিয়ে প্রথম থেকেই বি'ক্ষো'ভ প্রদ'র্শন করে আসছেন বালোচিস্তানসহ গিলগিট-বালতিস্তানের নাগরিকরা৷ অভি'যোগ, পেশিশ'ক্তির জো'রে তাদের বাসভূমি কে'ড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান৷ যাতে পূর্ণ ম'দত দিচ্ছে চীন৷ এই অভি'যোগে দীর্ঘদিন ধ'রেই পাক প্রশাসনের বি'রু'দ্ধে আন্দো'লন চা'লাচ্ছেন বালোচ নাগরিকরা এবং তাদের উপর অক'থ্য অ'ত্যা'চার চা'লাচ্ছে পাক সেনা৷ সূত্র : সংবাদ প্রতিদিন