আন্তর্জাতিক ডেস্ক: ধেয়ে আসছে ভ'য়ঙ্কর আমফান ৷ ইতিমধ্যেই আমফান তাঁর শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলায় ৷ দুপুর গড়াতেই বেড়ে চলেছে আমফানের তা'ণ্ডব ৷ মা'রাত্মক জো'রে হাওয়া, বৃষ্টিতে নাজেহাল কলকাতা শহর ৷ ইতিমধ্যেই শহরের বহু রাস্তায় গাছপালা ভে'ঙে পড়ার খবর রয়েছে ৷ তুফান হাওয়ায় তট'স্থ ঘরব'ন্দি মানুষেরা ৷ বিকেল ৫টাতেই অন্ধকার নে'মে এসেছে কলকাতার আকাশে৷
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বুধবার সকাল থেকেইশহর জু'ড়ে বৃষ্টি শুরু হয়েছিল তবে হাওয়া সেরকম ছিল না। একদিকে করোনা অন্যদিকে আমফান ৷ আর এই ঘূর্ণিঝড় দেখিয়ে দিল মানুষ কতটা অসহা'য়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির দা'পট যেমন বাড়তে শুরু করল, তেমন ভাবেই ঝড় শুরু হতে লাগল। বেলা তিনটা থেকে ঝড়ের দা'পট মা'রাত্মক।বিকাল চারটে নাগাদ ১০৫ কিলোমিটার বেগে ঝড় হতে শুরু করে কলকাতা দূরে আলিপুর আবহাওয়া দফতর জানায় এই ঝড়ের গতিবেগ বিকেল পাঁচটা নাগাদ আরও বাড়বে ৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের । আশ'ঙ্কায় গৃহব'ন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি গতিতে আছড়ে পড়বে আমফান । ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি । এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্র'স্ত হতে চলেছে মেদিনীপুর ও দুই ২৪ পরগণা ৷সূত্র: নিউজ এইটিন