বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ০৫:৪২:২৭

সুপার সাইক্লোন আম্ফানে ৭২ জনের মৃত্যু হয়েছে : মমতা

সুপার সাইক্লোন আম্ফানে ৭২ জনের মৃত্যু হয়েছে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সুপার সাইক্লোন আম্ফানে ৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত কলকাতায় ১৫ জন, সুন্দরবনে ৪ জন, হুগলিতে ৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। 

তিনি আরও জানান, বাড়িঘর, গাছ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। মৃ'তদের পরিবারকে দুই লাখ ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে। ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ লাখ কোটি টাকার ক্ষ'তি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা প্রায় ধ্বং'স হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ১৯৯৯ সালের পর বঙ্গোপসাগরের তৈরি হওয়া প্রথম 'সুপার সাইক্লোন' এই আম্ফান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গের হাজার হাজার ঘর-বাড়ি ধ্বং'স করে দিয়েছে। বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় আম্ফানের দা'পটে ঘণ্টায় ১৮৫ কিমি বেগে ঝড়ো হাওয়া প্রবেশ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে