সোমবার, ২৫ মে, ২০২০, ০৬:২০:২২

কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না : পাকিস্তানি সেনাপ্রধান

কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না : পাকিস্তানি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকার কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রামকে স্ত'ব্ধ করতে পারবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাওজয়া। তিনি বলেছেন, এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও হ'ত্যার মাধ্যমে থামিয়ে দেওয়া যাবে।

রমজানের শেষ দিনে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেছেন বাজওয়া। তিনি আরো বলেন, কাশ্মীর একটি বিত'র্কিত অঞ্চল ফলে কাশ্মির ইস্যুতে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভ'য়াব'হ পরি'স্থিতি বিরাজ করছে দাবি করে তিনি বলেন, কাশ্মিরীদের দুরবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মিরে অনবরত হা'মলা চালাচ্ছে।

গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশা'সনের বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধা'রাটি বাতিল করে দেশটির সরকার। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। সূত্র : পার্স টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে