সোমবার, ২৫ মে, ২০২০, ০৯:৩২:৪১

এবারের ঈদে বাংলাদেশকে মিষ্টিমুখ করালেও পাকিস্তানকে করালো না ভারত

এবারের ঈদে বাংলাদেশকে মিষ্টিমুখ করালেও পাকিস্তানকে করালো না ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ঈদ উপলক্ষে সীমান্তে এবার পাকিস্তানকে মিষ্টিমুখ করালো না ভারত। সোমবার ঈদ উপলক্ষে ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ ও পাক সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে কোনও মিষ্টি বিলি হয়নি বলে জানা যাচ্ছে। বর্তমান সময়ে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে যে চাপানউতোর চলছে, তার জেরেই সীমান্তে এবার ঈদের মিষ্টি বিলি ব্রাত্য রইল বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পাক-ভারত সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। এদিকে, সীমান্তে জ'ঙ্গি কার্যকলাপ বেড়েই চলেছে। এই প্রেক্ষিতেই এবার দু'দেশের মধ্যে ঈদের মিষ্টি বিলি হল না। জম্মু থেকে গুজরাত পর্যন্ত পাক-ভারত আন্তর্জাতিক সীমান্তে এবার কোনও মিষ্টি বিলি হয়নি বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এই সীমান্ত এলাকার সুরক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, দীপাবলি, প্রজাতন্ত্র দিবসে ভারতের পক্ষ থেকে মিষ্টিমুখ করার প্রয়াস করা হয়েছিল, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। তবে, আরেক পড়শি দেশ বাংলাদেশের সঙ্গে ঈদের মিষ্টি বিলি করেছে ভারত। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিষ্টি বিলি করেছে বিএসএফ। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে